এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শশী-সুদীপের নেতৃত্ত্বে একঝাঁক তরুনের অসাধারণ সমাজসেবা

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শশী-সুদীপের নেতৃত্ত্বে একঝাঁক তরুনের অসাধারণ সমাজসেবা


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে সম্প্রতি উত্তর কলকাতার শোভাবাজারে মুকুল রায়চৌধুরী স্মৃতি কেন্দ্রে হয়ে গেল রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্তসঙ্কট দূরীকরণের লক্ষ্যে স্বেচ্ছায় এই রক্তদান শিবির পাঁচ বছর পেরিয়ে এবার ছয়ে পা রাখল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের চেয়ারপার্সন হিসাবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। এছাড়াও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বিধায়ক পরেশ পালের।

অনুষ্ঠানে প্রিয়বন্ধু বাংলার মুখোমুখি হয়ে মন্ত্রী ডাঃ শশী পাঁজা জানান, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের রক্ত সঙ্কটের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে, আজ আর কোথাও রক্ত নষ্ট হচ্ছে বা ফেলা হচ্ছে শোনা যায় না। তবুও গ্রীষ্মকাল এলেই কোথাও কোথাও রক্তসঙ্কট দেখা দেয়, বিশেষ করে নেগেটিভ গ্রূপের রক্ত আর তাই মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস কার্যকরী সভাপতি সৌম্য বক্সী জানান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবছরই নির্দেশ দিয়েছিলেন এলাকায় এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে মানুষের পাশে থাকতে হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর শুধু রাজনীতি না করে মানুষের পাশে থাকার জন্য সারা বছর ধরেই কিছু না কিছু সমাজসেবা মূলক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। তাই দেখবেন গতবছর রাজ্যের কোনো ব্লাডব্যাঙ্কে কোনো রক্তসঙ্কট দেখা দেয় নি। আর তাই এবছর গরম পড়তেই আবার যাতে কোনোরকম গ্রীষ্মকালীন রক্তসঙ্কট দেখা না দেয় তার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সেক্রেটারি রেবন্ত ঘোষ জানান, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মুকুল রায় চৌধুরী স্মৃতি কেন্দ্র এই নিয়ে ৬ বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। মুখ্যমন্ত্রী সকল তৃণমূল কংগ্রেস সৈনিককে নির্দেশ দিয়েছিলেন গ্রীষ্ম কালীন রক্তের সঙ্কট মেটাতে হবে, সেই উদ্দেশ্য সফল করতেই এই উদ্দ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শশী পাঁজা-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত শীর্ষনেতৃত্ত্বের উদ্যোগে একঝাঁক তরুনের অসাধারণ সমাজসেবা যেমন এলাকবাসীর অভিনন্দন কুড়িয়েছে, অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেস শীর্ষনেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রেবন্ত ঘোষ ও তাঁর অনুগামীদের এই কিছু না পাওয়ার আশায় শুধু সমাজসেবার জন্য এই মহৎ কাজই দলের আদর্শ। বর্তমানে দলে কিছু ব্যক্তি কিছু পাওয়ার আশায় হয়ত যোগদান করছেন, কিন্তু দল রেবন্ত ঘোষ ও তাঁর অনুগামীদের মত কর্মীদের এই আদর্শের পথেই বিশ্বাস রাখে, তাই তাঁদের দেখানো পথেই যেন নবীনরা আগামীদিনে এই ধরনের সমাজসেবা মূলক কাজের মাধ্যমে দলনেত্রীর আদর্শ আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!