রক্তের চিঠি প্রধানমন্ত্রীকে, বিচার কবে হবে? জাতীয় January 25, 2018 এক বছর হয়ে গেছে বিচার পায়নি ধর্ষনের তার ওপর চাপ অভিযোগ তুলে নেওয়ার। বাধ্য হয়ে নির্যাতিতা তরুনী সুবিচার চেয়ে নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে । গত বছর উত্তর প্রদেশের লখনউ তে ফেব্রুয়ারি মাসে ওই কিশোরীর ওপর ধর্ষন করে দুই ব্যক্তি। এক বছর কেটে গেলেও তার কোনও বিচার হয়নি বলে ওই কিশোরীর অভিযোগ। গত শনিবার ওই কিশোরী রক্ত দিয়ে প্রধানমন্ত্রী কে চিঠিতে লেখেন, ” দয়া করে আমাকে ও আমার পরিবারকে বাঁচান। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এফআইআর তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। মরে যাওয়ার আগে দয়া করে কড়া শাস্তির ব্যবস্থা নিন।” পুলিশ সুত্রে খবর গত বছর মার্চেই অভিযুক্ত দিব্য পাণ্ডে ও অঙ্কিত বর্মার বিরুদ্ধে চার্যশিট বেরোলেও কেউ গ্রেপ্তার হয়নি। সেই সময় এলাহাবাদ হাইকোর্ট মামলায় স্থগিতাদেশ দেওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে সমস্যা হচ্ছে। নির্যাতিতা কিশোরী রাইবেলির বাসিন্দা, সাথে সাথে সে এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের ছাত্রী। তার অভিযোগ এই ঘটনার পর তার বোনকেওনানা ভাবে হেনস্থা করা হয়। তার বোনের নামে নকল ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে অশ্লীল ছবি পোষ্ট করা হচ্ছে। সে ও তার বোন দুজনেই কলেজ ওস্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। কিশোরীর বাবা একজম সরকারি ক্লার্ক। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সে তার বাবার কথাও উল্লেখ করে। আপনার মতামত জানান -