এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কালচারাল সিটির প্রতিশ্রুতি, ববিকে ধুয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!

কালচারাল সিটির প্রতিশ্রুতি, ববিকে ধুয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দ্বিতীয়বারের জন্য কলকাতা পৌরসভার মেয়র হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। আর শপথ গ্রহণ করার পরেই মানুষের সেবক হিসেবে তিনি কাজ করতে চান বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তার প্রধান টার্গেট কলকাতা শহরকে কালচারাল সিটি হিসেবে গড়ে তোলা বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। তবে ফিরহাদ হাকিমের এই মন্তব্যকেই এবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যেখানে সদ্য সমাপ্ত কলকাতা পৌরসভার নির্বাচনে ছাপ্পা ভোটের প্রসঙ্গের কথা তুলে ধরে মেয়রের বিরোধিতা করতে দেখা গেল তাকে।

 

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর সেখানেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “এই সরকার ফেসিয়াল সরকার। স্বাভাবিকভাবেই তাদের কর্পোরেশন সেই ভাবেই চলবে। কলকাতা যে কালচারাল সিটি, তা আমরা ছোটবেলা থেকেই শুনছি। কিন্তু এই কালচারাল সিটির বর্তমান অবস্থা কোথায়! সংস্কৃতির নিদর্শন কোথায়? একজন 62 হাজার ভোটে জিতলেন, আবার এগারোটার পর সব জায়গায় ছাপ্পা ভোট হচ্ছে। এটা কি সংস্কৃতির নিদর্শন? এই রকম সংস্কৃতি মনে হয়, দেশবাসী আজ চাইছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই দেশবাসী নিজেই এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বর্তমান শাসকদল এবং বিগত সময়ে বামফ্রন্টের জন্য জনমনে কলকাতা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, শমীক ভট্টাচার্য এইরকম মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, ছাপ্পা ভোট করিয়ে সংস্কৃতির নিদর্শন দেওয়া যায় না। তাই ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তাকে যে তারা স্বাগত জানাচ্ছে না, তা এককথায় পরিষ্কার। পাশাপাশি কলকাতা আগে থেকেই সংস্কৃতির শহর ছিল। কিন্তু বর্তমানে সন্ত্রাসের কারণে সেই সংস্কৃতি ভুলতে বসেছে বলেও নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন এই বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!