বছর শেষে চরম দুঃসংবাদ, আদালতে বড়সড় ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জী! কলকাতা রাজনীতি রাজ্য December 24, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই পার্থবাবুর মনে একটা আশা তৈরি হয়েছিল যে, এবার হয়তো তিনি একের পর এক মামলায় জামিন পেতে শুরু করবেন এবং খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবেন। কিন্তু না, তেমনটা হলো না। ২০২৫ সাল পড়ার আগেই বড়সড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আজ নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের যে আবেদন, তার ভিত্তিতে শুনানি হয়। আর সেখানেই তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। স্বাভাবিকভাবেই নতুন বছর পড়ার আগেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ পার্থবাবুর জন্য যে চরম দুঃসংবাদ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -