এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বছরের শেষ সপ্তাহেও অভাব রয়েছে উত্তুরে হাওয়ার, তবে কি আবার বৃষ্টি?

বছরের শেষ সপ্তাহেও অভাব রয়েছে উত্তুরে হাওয়ার, তবে কি আবার বৃষ্টি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এবারের শীত যেন ধরা দিয়েই পালিয়ে গেল। বেশ কিছুদিন বৃষ্টির আবহাওয়া থাকার পর শীত পড়েছিল ভালোই। কিন্তু 25 শে ডিসেম্বরের আগেই তাল কাটলো আবহাওয়ার। হঠাৎ করে আকাশে মেঘের আনাগোনা আর তার সাথে উত্তুরে হাওয়া গেল পুরোপুরি আটকে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কপালে আবার ভাঁজ। ঠান্ডা আবার কবে আসবে? এটাই এখন সবার প্রশ্ন। কেন বাংলায় এভাবে শীত ঢুকতে বারবার বাধা পাচ্ছে তা স্পষ্ট করেছেন আবহবিদরা।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার থেকে কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, দার্জিলিং কালিম্পংসহ পাহাড়ে শিলাবৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 28 এবং 29 শে ডিসেম্বর বৃষ্টি হতে পারে। অর্থাৎ নতুন বছরের শুরুর আগে আপাতত তাপমাত্রা কমছেনা। বরং আকাশ থাকবে মেঘলা এবং সকালে ও রাতে যথেষ্ট কুয়াশা থাকবে শহরে। যার ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতেই পারে। কিন্তু সাধারণ মানুষের উদ্বিগ্নতা বেড়েছে শীতের মাঝে বর্ষার কথা বলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত জানা যাচ্ছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশকিছু জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বছরের শেষে দক্ষিণ বঙ্গের জেলাগুলি আরও একবার বৃষ্টির মুখোমুখি।। বর্ষশেষের দিন এবং বর্ষবরণের দিন খুব একটা তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছেনা। কিন্তু আশার কথাও শোনা যাচ্ছে। বলা হচ্ছে, ডিসেম্বরে আর ঠান্ডা না পড়লেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আবার ঠান্ডা পড়তে শুরু করবে। তবে সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, শীত আর কতদিন চালিয়ে ব্যাটিং করবে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!