এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বদলেছে যুগ! তাই নিজেদের নিজেদের চেনা ধাঁচ বদলে লড়াইয়ের ময়দানে নতুন বার্তা দিতে মরিয়া বামেরা

বদলেছে যুগ! তাই নিজেদের নিজেদের চেনা ধাঁচ বদলে লড়াইয়ের ময়দানে নতুন বার্তা দিতে মরিয়া বামেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় “ইনক্লাব জিন্দাবাদ” স্লোগান ছাড়া আর তেমন কোনো স্লোগান দিতে দেখা যেত বামেদের। কিন্তু 2011 সালে রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর যত দিন গিয়েছে, ততই অস্তিত্ব সংকট হয়েছে কাস্তে-হাতুড়ি শিবিরের। কিন্তু এবার সময় যেমন পাল্টে গিয়েছে, ঠিক তেমনই সিপিএমের মুখের ভাষা বদলে গিয়েছে। লাল পতাকা নিয়ে যারা এখন থেকে মিছিলে হাঁটবেন, তাদের মুখে শোনা যাবে নিত্য নতুন স্লোগান। একালি সিপিএম স্লোগান তুলত, “সামনে লড়াই কমরেড, গড়ে তোলো ব্যারিকেড।”

কিন্তু এবার তাদের মুখে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে নতুন স্লোগান শোনা যাচ্ছে। যেখানে শোনা যাচ্ছে, “দরকারে পাই, তাই সরকারে চাই”, “কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না।” পর্যবেক্ষকরা বলছেন 2021 সালে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় যেমন তৃণমূল তাদের শক্তি বাড়াচ্ছে, ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার জন্য তাদের ব্লুপ্রিন্ট সাজাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এই দুই দলেরই মূল লড়াই হবে বলে ধরে নিয়েছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার মধ্যে বামেরা চেষ্টা করছে, বিকল্প হিসেবে নিজেদের সামনে তুলে ধরার। তবে বৃদ্ধতন্ত্র দিয়ে যে আর সংগঠন চলবে না, তা ভালোই বুঝতে পেরেছেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। আর তাই এখন সংগঠনে বদল আনার পাশাপাশি নিত্য নতুন স্লোগানের মধ্যে দিয়ে মানুষের মন নিজেদের দিকে টানতে বদ্ধপরিকর কাস্তে-হাতুড়ি নেতারা। ইতিমধ্যে তৃণমূলের বাংলার যুবশক্তি কর্মসূচি সকলের নজর কেড়েছে। কম বয়সী যুবক যুবতীদের নিজেদের দিকে টেনে এনে মানুষের কাছে পৌঁছে যেতে উদ্যোগী হয়েছেন রাজ্যের শাসক দল।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল সাইটের মাধ্যমে তরুণ ব্রিগেডকে সামনে আনা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে সিপিএমও চাইছে, যুবক-যুবতীদের ময়দানে নামিয়ে সর্বহারাদের মনের কথা নিজেদের স্লোগানের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে। তবে বর্তমানে যে পরিস্থিতি যেভাবে সিপিএমের সংগঠন ভেঙ্গে পড়েছে, তাতে নিত্য নতুন স্লোগানের মধ্যে দিয়ে তারা কতটা ভোটব্যাংককে শক্তিশালী করতে করবে, তা নিঃসন্দেহে সংশয়ের বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!