এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > বদলে যেতে চলেছে নন্দীগ্রামের ফলাফল? বিচারপতির নির্দেশে ধীরে বাড়ছে জল্পনা!

বদলে যেতে চলেছে নন্দীগ্রামের ফলাফল? বিচারপতির নির্দেশে ধীরে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ নাটকীয় টানাপোড়েন শুরু হয়েছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। অবশেষে কিছুটা হলেও এই নন্দীগ্রাম আমরা একধাপ এগোলো। যেখানে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ব্যাপারে শুনানিতে নন্দীগ্রাম মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানকার গণনা পর্বে পর্যন্ত সমস্ত নথি সংরক্ষিত রাখতে হবে বলে জানিয়ে দেওয়া হল। অর্থাৎ আগামী দিনে যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গণনা নিয়ে মামলা বড় মোড় নিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 এর বিধানসভা নির্বাচনে সমস্ত কেন্দ্রের পাশাপাশি বাড়তি নজর ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। এখানে একদিকে প্রার্থী হয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে প্রার্থী হয়েছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন বলে জানানো হলেও, পরবর্তীতে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। আর এরপরেই এই কেন্দ্রের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে কিছুদিন আগেই বিধানসভা কেন্দ্রের ফলাফলের ব্যাপারে সংশয় প্রকাশ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই মামলার বিচারপতি নিয়ে আপত্তি তুলতে শুরু করেন মামলাকারী এবং তার আইনজীবী। অবশেষে বিচারপতি বদল হওয়ার পর আজ নতুন বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হতেই দেওয়া হল বড় নির্দেশ।

সূত্রের খবর, আজ নয়া বিচারপতি শম্পা সরকারের এজলাসে এই মামলার শুনানি হয়। আর সেখানেই নন্দীগ্রাম মামলা নিয়ে বড়সড় নির্দেশ দেয় আদালত। যেখানে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানকার সমস্ত ইভিএম থেকে শুরু করে গণনা কেন্দ্রে সমস্ত ভিডিওসহ নির্বাচনে সমস্ত নথি সংরক্ষিত করে রাখতে হবে। আর বিচারপতি এই নির্দেশ দেওয়ার সাথে সাথেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে যে একেবারে উঠেপড়ে লেগেছেন, তা বলাই যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পরাজয় তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই এই ব্যাপারে সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। পরবর্তীতে হাইকোর্টে এই ব্যাপারে মামলা দায়ের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে আগামী দিনে যে নন্দীগ্রাম রাজ্য রাজনীতিতে বড় বিষয় হয়ে দাঁড়াতে চলেছে, তা বিচারপতির এই নির্দেশের পরে আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  অনেকে বলছেন, বিচারপতি এই নির্দেশ দেওয়ার ফলে একটা বিষয় পরিষ্কার যে, নন্দীগ্রাম নিয়ে অনেকদূর জলঘোলা হতে পারে। সেদিক থেকে অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে অনেকদিন পর্যন্ত বিচারব্যবস্থা চলতে পারে বলেই মনে করা হচ্ছে। কেননা যেভাবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনের সমস্ত নথি সংরক্ষিত রাখার কথা জানিয়ে দিল আদালত, তাতে চাঞ্চল্য ক্রমশ বাড়ছে।

একাংশ বলছেন, তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামের ফলাফল প্রকাশ্যে আসার পর এই দাবি করা হয়েছে, কারচুপি করে ভোটের ফল বদলানো হয়েছে। এক্ষেত্রে রাত্রিবেলা লোডশেডিং করিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে শুভেন্দু অধিকারীকে জয়লাভ করার জন্য সাহায্য করা হয়েছে বলেও অভিযোগ করেছে। তাই তৃণমূলের সেই অভিযোগ খতিয়ে দেখতে সমস্ত নথি যাতে মজুত রাখা হয়, সেই বিষয়ে নির্দেশ দিলেন বিচারপতি। স্বভাবতই কৌশিক চন্দের বদলে নতুন বিচারপতি শম্পা সরকারের নন্দীগ্রাম নিয়ে এই নয়া নির্দেশ গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!