এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বদল এল মেয়র পারিষদে, কারা এলেন আর কারাই বা গেলেন জানালেন মমতা ব্যানার্জী

বদল এল মেয়র পারিষদে, কারা এলেন আর কারাই বা গেলেন জানালেন মমতা ব্যানার্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেয়র পদে কে আসবেন, তাই নিয়ে জল্পনা চলছিল বটে। কিন্তু ফিরহাদ হাকিমের দিকেই যে পাল্লা ভারী ছিল সে ব্যাপারে নিশ্চিত ছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। তবে মেয়র পারিষদ কারা হবেন, তা নিয়ে কিন্তু বিশেষ নিশ্চিত থাকা যায়নি। কারণ এক্ষেত্রে কারা আসবেন কিংবা কারা যাবেন তা নিয়ে ছিল ব্যাপক জল্পনা। তবে সমস্ত জল্পনা-কল্পনা শেষ হল বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে। এবং এই জল্পনায় জল ঢাললেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মেয়র পারিষদ থেকে পুরনো 4 সদস্যকে তিনি সরিয়ে যেমন দিলেন, তেমনি নিয়ে আসলেন নতুন 4 মুখকে। নতুন মেয়র পারিষদ কারা হলেন, সে দিকে একটু নজর দেওয়া যাক।

নতুন মেয়র পারিষদ হয়েছেন 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা, 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বক্সী, 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা এবং 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত যারা নতুন মেয়র পারিষদ হলেন তাঁদের মধ্যে একজন অর্থাৎ 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় 2010 থেকে 15 সাল পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুর বোর্ডের মেয়র পারিষদ ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই মেয়র পারিষদ হিসেবে যথেষ্ট অভিজ্ঞ মিতালী বন্দ্যোপাধ্যায় আর সে কারণেই তাঁকে এবার মেয়র পারিষদে ফিরিয়ে আনা হলো বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে মেয়র পারিষদের তালিকা থেকে বাদ পড়েছেন যারা তাঁরা হলেন শামসুজ্জামান আনসারী, রতন দে, মঞ্জর ইকবাল, ইন্দ্রানী সাহা বন্দ্যোপাধ্যায়। রতন দে 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কিন্তু এবার 93 নম্বর ওয়ার্ডটি সংরক্ষিত হয়ে যায় মহিলাদের জন্য। খুব স্বাভাবিক ভাবেই রতন দে এবারে ভোটে দাঁড়াতে পারেননি।

তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভার বিভিন্ন কাজে যাতে রতন দে কে ব্যবহার করা যায় সেদিকে নজর দিতে। অন্যদিকে বয়সজনিত কারণে 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান আনসারী বাদ গিয়েছেন। নতুনদের আসার ফলে মেয়র পারিষদ থেকে বাদ গিয়েছেন 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 61 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যারা বাদ পড়েছেন তাঁদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে এখন দেখার নবনির্মিত মেয়র পারিষদ কতটা সাহায্য করেন মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতার নাগরিকদের সমস্যা মেটাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!