এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বদল ও বদলা একসাথে চেয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপি হেভিওয়েট নেতা

বদল ও বদলা একসাথে চেয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপি হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের গেরুয়া শিবির শাসক দল তৃণমূলের পাশাপাশি আক্রমণ চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসনের প্রতি। গেরুয়া শিবিরের নেতাদের মুখে বারংবার উঠে আসছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। পাশাপাশি পুলিশ কর্মীদের জন্য গেরুয়া শিবিরের নেতারা প্রয়োগ করছেন কখনো হুঁশিয়ারি, কখনো কটু কথা। এবার বীরভূমের মাটি থেকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আরও একবার পুলিশকর্মীদের আক্রমণ করে বসলেন। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে বদলের সঙ্গে বদলার ঘোষণা করলেন তিনি।

স্বাভাবিকভাবেই রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যর মধ্যে দিয়ে রাজনৈতিক হিংসার আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায় জনসভা করেন রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। যথারীতি এই সভা থেকে রাজু ব্যাপক ভাবে আক্রমণ চালায় পুলিশ ও রাজ্য সরকারকে। পাশাপাশি এদিন তিনি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও একহাত নিয়েছেন।

এদিন রাজু বন্দ্যোপাধ্যায় প্রথমেই পুলিশকে নিশানায় রেখে আক্রমণ চালিয়ে বলেন, বিজেপি কর্মীদের যদি পুলিশ কোনরকম টেনশন দেয়, তাহলে পরবর্তীতে পুলিশের পেনশন বন্ধ হবে। একবাক্যে পুলিশ কর্মীদের জন্য হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন রাজ্য বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনুব্রত মণ্ডলের বাহিনী অর্থাৎ তৃণমূল শিবিরের কেউ যদি গেরুয়া কর্মীদের আক্রমণ করে তাহলে তৃণমূল শিবিরের কর্মীদেরও যাতে শারীরিক আক্রমণ করা হয়, সে কথা বলেন রাজু। যথারীতি রাজু বন্দ্যোপাধ্যায় এদিন গরমা গরম বক্তৃতা দিয়ে সাঁইথিয়ার জনসভায় উত্তাপ বাড়িয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সম্প্রতি কঙ্কালীতলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল একটি মহাযজ্ঞ করেন। তাই নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের কটাক্ষ শোনা গেছে। এবারও তীব্র কটাক্ষ শোনা গেল রাজু বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে এদিন বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল প্রাথমিকভাবে কোন প্রতিক্রিয়া না জানালেও পরবর্তীতে বলেন, যেভাবে প্রায়শই রাজু বন্দ্যোপাধ্যায় জেলায় এসে হাত পা ভাঙার হুমকি দিয়ে চলেছেন, তাতে মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে। তাই কেউ যদি রাজু বন্দ্যোপাধ্যায়ের হাত-পা ভেঙে দেন, তাহলে কিছুই করার থাকবে না।

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, অনুব্রত মণ্ডল কিন্তু একাধারে রাজু বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। সব মিলিয়ে বলা যায়, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ক্রমশ রাজ্যজুড়ে পারদ চড়ছে রাজনৈতিক বিরোধিতার। তবে সেক্ষেত্রে কোন হিংসার প্রকাশ যাতে না হয় সেদিকে সব দলেরই নজর রাখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজু বন্দ্যোপাধ্যায় যেভাবে বদল এর সঙ্গে বদলা চেয়েছেন, তাতে কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!