এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বহিরাগত বৈশালী ডালমিয়াকে না মানার দাবিতে পথে বিজেপি নেতা কর্মীরা, বালিতেও অস্বস্তি!

বহিরাগত বৈশালী ডালমিয়াকে না মানার দাবিতে পথে বিজেপি নেতা কর্মীরা, বালিতেও অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী করা নিয়ে তৈরি হয়েছিল আপত্তি। তবে এক্ষেত্রে সিঙ্গুর থেকে শুরু করে উত্তরপাড়া, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা কর্মীরা পথে নামলেও বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা বৈশালী ডালমিয়াকে প্রার্থী করার পর সেভাবে বিজেপির তরফ থেকে কোনো আপত্তি সামনে আসেনি।

কিন্তু কিছু সময় যেতে না যেতেই সেই বালি বিধানসভা কেন্দ্রে বৈশালী ডালমিয়াকে প্রার্থী হিসেবে মানতে না পেরে কার্যত পথে নেমে পড়লেন বিজেপি নেতা কর্মীরা। স্বাভাবিক ভাবেই এর ফলে গেরুয়া শিবিরের অস্বস্তি যে দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এদিন বাড়ি বিধানসভার অন্তর্গত বেলুড়ের রাজেন শেঠ লেনে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীদের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন বালি বিধানসভ এলাকার বিজেপির সহসভাপতি ছোট্টু দাস। যেখানে বিক্ষোভকারীরা বৈশালী ডালমিয়াকে বহিরাগত বলে দাবি তুলতে শুরু করেন। পাশাপাশি বহিরাগত প্রার্থীকে যে তারা মানবেন না, এই ব্যাপারেও কার্যত স্লোগান দিতে থাকেন বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বালি বিধানসভা কেন্দ্রেও যে বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করল, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকেরা।

পর্যবেক্ষকদের মতে, অন্যান্য বিধানসভা কেন্দ্রে যখন প্রার্থী নিয়ে অশান্তি তৈরি হয়েছিল, তখন বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর সেভাবে বিজেপির পক্ষ থেকে কেউ আপত্তি না করায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু কিছু সময় যেতে না যেতেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে বিজেপিতে আসা বৈশালী ডালমিয়াকে নিয়ে তৈরি হল আপত্তি। যা কার্যত বিক্ষোভে রুপায়িত হয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতি সামাল দিতে এখন বিজেপির পক্ষ থেকে কি পদ্ধতি অবলম্বন করা হয়, কিভাবে বিজেপি এই বিদ্রোহকে সামাল দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!