এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বহিরাগত ইস্যুতে মমতার চাপ আরও বাড়িয়ে দিলেন দিলীপ? ক্রমশ জমজমাট বিজেপির চা-চক্রের আসর?

বহিরাগত ইস্যুতে মমতার চাপ আরও বাড়িয়ে দিলেন দিলীপ? ক্রমশ জমজমাট বিজেপির চা-চক্রের আসর?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে জমজমাট লড়াই হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ বাড়াতে বিজেপি বেছে নিয়েছে চায়ে পে চর্চার মত জনসংযোগ মূলক কর্মসূচিকে। এই কর্মসূচি থেকে জন সংযোগ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তীব্র সমালোচনা চলে। আজ সকালে কৈখালীতে এই কর্মসূচিতে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করলেন তিনি।

আজ কৈখালির চা চক্র থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করে জানালেন যে, রাজ্যে চাকরি নেই, শিল্প নেই। বিজেপি শাসিত রাজ্য গুলোতে গিয়ে আয় করতে বাধ্য হচ্ছেন এই রাজ্যের শ্রমিকরা। তিনি জানান এখন এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি আরও জানালেন যে, রাজ্যের তৃণমূল সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তৃণমূল সরকারকে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট সরকার বলে কটাক্ষ করলেন। তাঁর কথায়, যে দল বিপর্যয়ের মোকাবিলা করতে পারেনা, তাদের ইস্তফা দেওয়া উচিত। এমনি বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ সকালে চায়ে পে চর্চার অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতিকে তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যে চলছে শাসক ও বিরোধী দলের তীব্র আক্রমণ। যা আরও বাড়িয়ে দিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আগে আইএএস, আইপিএস অফিসারেরা তৈরী হতেন, যারা দেশজুড়ে কাজ করতেন। কিন্তু এখন পশ্চিমবঙ্গ থেকে শুধু পরিযায়ী শ্রমিকরা তৈরি হচ্ছেন। যারা অন্যান্য বিজেপি শাসিত রাজ্য গুলিতে কাজ করতে যাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ও শাসক দলের অন্যান্যরা বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে কটাক্ষ করে থাকেন। এবার, তৃণমূল শাসনে রাজ্যের যুবকেরা কাজের উদেশ্যে বাইরে যেতে বাধ্য হচ্ছেন, বাড়ছে পরিযায়ী শ্রমিক। এ বিষয়ে রাজ্যের ব্যর্থতাকে তুলে ধরে, বিজেপির বিরুদ্ধে বারবার তোলা বহিরাগতের অস্রকে অনেকটা ভোঁতা করে দিলেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে আজকের চায়ে পে চর্চার অনুষ্ঠান থেকে একবারের জন্যও গতকাল মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আসা শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো বক্তব্য রাখেন নি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অন্যদিকে আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চায়ে পে চর্চা অনুষ্ঠান চলাকালীন অন্যত্র হামলা হল বিজেপি নেতার উপরে। হাওড়া জেলার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার বিজেপির মন্ডল সভাপতিকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠে এলো তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে সেখানে বিজেপির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন। সেসময় মন্ডল সভাপতি নিজামুদ্দিন শেখের উপর আক্রমন করা হয় বলে অভিযোগ উঠেছে। বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের বিরূদ্ধে। তাদের অভিযোগ, বিজেপির কাজে বাধা দিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বিজেপির মন্ডল সভাপতি উপরে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!