এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বহিরাগত ইস্যুতে নাজেহাল অবস্থা তৃণমূলের! ‘বহিরাগত’ হেভিওয়েট বিধায়কদের নিয়ে ঘুম উড়ছে মমতার?

বহিরাগত ইস্যুতে নাজেহাল অবস্থা তৃণমূলের! ‘বহিরাগত’ হেভিওয়েট বিধায়কদের নিয়ে ঘুম উড়ছে মমতার?

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেই বলে বুমেরাং। বহিরাগত ইস্যু নিয়ে বারবার বিজেপিকে ব্যতিব্যস্ত করে তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। এবার এই বহিরাগত অস্ত্রেই ঘায়েল হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। বহিরাগত ইস্যু নিয়ে বিতর্ক দানা বাঁধছে শাসক দলের অন্দরে। হাওড়া জেলাতে বিধানসভা নির্বাচনে বহিরাগতদের ছেঁটে দিয়ে জেলার ভূমিপুত্রদের নির্বাচনের প্রার্থী করার দাবি সামনে এলো। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলিকে নিয়ে বহিরাগত বিতর্ক উঠেছিল। এবার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে বহিরাগত বিতর্ক উঠে এলো।

প্রসঙ্গত, বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে ক্ষোভ-অসন্তোষ, বিতর্কের পালা। সম্প্রতি বালির বেশ কিছু স্থানে পোস্টার পড়তে দেখা গেল। যেখানে লেখা আছে যে, বহিরাগতদের বাদ দিয়ে স্থানীয়দের মধ্যে কাউকে দলের প্রার্থী করতে হবে। সরাসরি, তাঁর নাম না থাকলেও এই পোস্টারে যে বিধায়ক বৈশালী ডালমিয়াকেই বহিরাগত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা পরিষ্কার। তবে বৈশালী ডালমিয়া জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে।

আজ মঙ্গলবার সকালে বাদামতলা সহ বালি শহরের বিভিন্ন স্থানে এক পোস্টার পাওয়া গেল। যে পোস্টারে লেখা আছে, ” বালির সক্রিয় তৃণমূল কর্মীদের মাননীয় দিদির কাছে অনুরোধ আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোনও বহিরাগত নয়, বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই ” পোস্টারে লেখা এই দাবি তৃণমূলের সক্রিয় কর্মীদের বলেই জানানো হয়েছে এই পোস্টারে। যে ঘটনায় এলাকাজুড়ে তীব্র শোরগোল পরে গেছে।

প্রসঙ্গত, হাওড়া জেলার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ অসন্তোষ বারবার সামনে আসছিল তৃণমূল শিবিরে। কিছুদিন আগে বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল হাওড়া পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদকে। এরপর, আজকের এই পোস্টার দেওয়ার ঘটনায় শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো বলেই রাজনৈতিক মহলের ধারণা। তবে হাওড়া জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল ইতিপূর্বেও বেশ কয়েকবার দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলিকে নিয়েও বহিরাগতের বিতর্ক উঠেছে। শাসক দলের একাংশের দাবি বহিরাগতদের বাদ দিয়ে হাওড়া জেলার কোন ভূমিপুত্রকেই নির্বাচনের টিকিট দেয়া হোক। ইতিমধ্যেই দলের একাংশ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রস্তুতি পর্যন্ত নিয়েছে। তাদের বক্তব্য, বিধায়ক ইদ্রিস আলি কলকাতার বাসিন্দা। তাঁরা কোন স্থানীয় নেতা-কর্মীকে বিধানসভার প্রার্থী হিসেবে দেখতে চান। যদিও বিধায়ক ইদ্রিস আলি নিজেকে উলুবেরিয়া পুরসভার ২৭নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন। তবে, অভিযোগ উঠেছে এখানকার ভোটার হলেও তিনি থাকেন কলকাতাতে।

অন্যদিকে বালির বিধায়ক বৈশালী ডালমিয়া এই পোস্টার দেওয়ার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ আনলেন। তিনি জানালেন যে, তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অভিযোগ জানিয়েছেন যে, দলের বাইরে থাকা কিছু মানুষ তাঁর বিরুদ্ধে পোস্টার দিয়েছে। তাছাড়া তাঁকে বহিরাগত বলার যুক্তি তিনি মেনে নেননি। তিনি জানিয়েছেন, এই এলাকায় তাঁর বাড়ি আছে, তাঁর সম্পত্তি আছে। এই বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকেও জানালেন।

অন্যদিকে, এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়া জেলায় তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, কাকে কোথায় থাকে প্রার্থী করা হবে? তা ঠিক করবেন দলনেত্রী। কারো বিরুদ্ধে যদি কারোর কোন অভিযোগ থাকে, তবে তা সরাসরি শীর্ষ নেতৃত্বকে জানাতে পারেন। এভাবে রাস্তায় পোস্টার ফেলে দলকেই ছোট করা হচ্ছে। এই ব্যাপারটিকে তিনি সস্তা রাজনীতির পরিচয় বলে মন্তব্য করলেন। এভাবেই বহিরাগত ইস্যুতে বিজেপিকে ঘায়েল করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই ঘায়েল হচ্ছে শাসকদল তৃণমূল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!