এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বহিরাগত অভিযোগে বিদ্ধ ঘোষিত কংগ্রেস প্রার্থী, প্রার্থীকে আটকে তীব্র বিক্ষোভ, উত্তেজনা চরমে

বহিরাগত অভিযোগে বিদ্ধ ঘোষিত কংগ্রেস প্রার্থী, প্রার্থীকে আটকে তীব্র বিক্ষোভ, উত্তেজনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ও বিজেপির পর এবার প্রার্থী ঘোষণার পর কয়েক ঘন্টার মধ্যে বড়োসড়ো গোষ্ঠীদ্বন্দ্ব কংগ্রেসের অন্দরে। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যখন একে একে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করছে, ঠিক সেসময় গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূল অবশ্য প্রথম দিনেই প্রত্যেকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। কিন্তু দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে সংযুক্ত মোর্চা এবং গেরুয়া শিবিরের। আর সেখান থেকেই দেখা যাচ্ছে সমস্যা বেড়ে চলেছে। এই দুই দলে প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে দলীয় ক্ষোভের বহিঃপ্রকাশ।

কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থীকে বহিরাগত আখ্যা দিয়ে দলীয় কার্যালয়ের ভেতরে আটকে রেখে প্রবল বিক্ষোভ দেখালো সেখানকার দলীয় কর্মী, সমর্থকরা। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ এলাকায়। রবিবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তুফানগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয় রবীন রায়ের। জানা যাচ্ছে, কংগ্রেস প্রার্থী হিসাবে রবীন রায়ের নাম প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত ব্যাপক ক্ষোভে ফুঁসতে থাকেন তুফানগঞ্জের কংগ্রেস কর্মী সমর্থকরা। সোমবার কংগ্রেস প্রার্থী রবীন রায় কার্যালয়ে পৌঁছাতেই তাঁকে ঘিরে শুরু হয়ে যায় দলীয় কর্মীদের বিক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিক্ষোভের একটাই দাবি, বহিরাগত কাউকে এলাকায় প্রার্থী করা যাবেনা। সে জায়গায় ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। দুপুর থেকে ওই দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং ঘন্টার পর ঘন্টা সেই দলীয় কার্যালয়ে আটকে থাকেন ঘোষিত প্রার্থী রবীন রায়। অন্যদিকে দলীয় প্রার্থীকে কার্যালয়ের ভেতরে আটক করে রাখা হয়েছে শুনে তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীরা জানায়, এতদিন পর্যন্ত জেলা নেতৃত্ব ক্রমাগত তাঁদের বলে গেছে স্থানীয় ব্যক্তিকেই প্রার্থী করা হবে। কিন্তু অবশেষে দেখা গেল, প্রার্থী তালিকা বেরোনোর পর বহিরাগতকে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রবীন রায় জানিয়েছেন, যারা আজকে তাঁর বিরুদ্ধে কথা বলছেন, তাঁরাই আগামী দিনে তাঁর হয়ে প্রচারে নামবে। অন্যদিকে একই ভাবে কংগ্রেসের জেলা নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মানতে হবে সবাইকে। এবং তাঁর হয়েই প্রচার চালাতে হবে এলাকায় কর্মীদের। খুব স্বাভাবিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের পর একের পর এক রাজনৈতিক দলের অন্দরে শুরু হয়ে গেছে দলীয় দ্বন্দ্ব। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রত্যেকটি রাজনৈতিক দলকে যে চরম বিপর্যয়ের মুখোমুখি করতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!