এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বহিরাগত প্রার্থী নিয়ে একের পর এক দলত্যাগ, অবশেষে মুখ খুললেন স্বয়ং প্রার্থী, জেনে নিন

বহিরাগত প্রার্থী নিয়ে একের পর এক দলত্যাগ, অবশেষে মুখ খুললেন স্বয়ং প্রার্থী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিলিগুড়ি বিধানসভায় বিশিষ্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করার পর থেকেই তৃণমূলের সমস্যা যেন বেড়েই চলেছে। একের পর এক নেতা বহিরাগত প্রার্থীকে তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে দলত্যাগ করতে শুরু করেছেন। কেউ যোগ দিতে চাইছেন বিজেপিতে, আবার কেউ বা নির্দল প্রার্থী হিসেবে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে চাইছেন।

স্বাভাবিক ভাবেই দলের অন্দরে তৈরি হওয়া প্রার্থীকে নিয়ে এই বিদ্রোহ সামাল দেওয়া এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। আর এই পরিস্থিতিতে অবশেষে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।

প্রসঙ্গত উল্লেখ্য, নান্টু পাল থেকে শুরু করে জ্যোৎস্নাদেবী একের পর এক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। তাদের দাবি, বহিরাগত প্রার্থীকে কোনভাবেই জেতানো সম্ভব হবে না। তাই প্রার্থী দিতে না পারলে পরবর্তীতে দল তাদের দায়ী করবে। তাই তারা দলের সঙ্গে এখন থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন।

স্বাভাবিকভাবেই ক্রমশ অস্বস্তি বাড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের। এইভাবে যদি গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেস জর্জরিত হতে থাকে, তাহলে কিভাবে এখানে তৃণমূল প্রার্থী জিতবেন, এখন সেটাই বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। আর এই পরিস্থিতিতে অবশেষে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। এদিন তিনি বলেন, “আমার হয়ে সমস্ত শাখা সংগঠন কাজ করছে। যারা আমাকে ক্যারি করতে পারবে না বলছে, তাদের বলি, আমায় ক্যারি করতে যোগ্যতা লাগে। আমার বায়োডাটা দেখে নিক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই ওমপ্রকাশ মিশ্র‌। উত্তরবঙ্গের বালুরঘাট কলেজ দিয়ে নিজের রাজনীতি শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিশিষ্ট অধ্যাপক হন হেভিওয়েট এই তৃণমূল কংগ্রেস নেতা। কিন্তু প্রথম পর্বে কংগ্রেসের সঙ্গে বহুদিন সম্পর্ক কাটালেও, কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর তারপরেই তাকে বিভিন্ন জেলার দায়িত্ব দিতে শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসে নিজের রাজনৈতিক জীবন শুরু করার পর শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জেলায় সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণায় সেই ওমপ্রকাশ মিশ্রকে শিলিগুড়ি বিধানসভার প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার মত বিশিষ্ট ব্যক্তিকে প্রার্থী করা হলেও, দল যে কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিল না, সেই কথা বলে ইতিমধ্যেই দলত্যাগ করতে শুরু করেছেন শিলিগুড়ির একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী।

যার জেরে এবার সেই বিদ্রোহী নেতাদের বার্তা দিয়ে তিনি যে যথেষ্ট যোগ্য, সেই কথাই বুঝিয়ে দিতে চাইলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!