এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বহিরাগত তত্ত্ব নিয়ে ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ, জেনে নিন

বহিরাগত তত্ত্ব নিয়ে ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির টার্গেট বাংলা। তাই ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে ভিন রাজ্যের চার নেতাকে বাংলার ক্ষেত্রে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। আর তারপরেই বাংলায় কেন ভিন রাজ্যের মানুষেরা ক্ষমতা দখলের চেষ্টা করছে, তা নিয়ে প্রশ্ন তুলে বাঙালির আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস।

আর বহিরাগত তত্ত্ব নিয়ে যখন তৃণমূলের পক্ষ থেকে লাগাতার সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, তখন এই ব্যাপারে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগকে কার্যত খন্ডন করে বহিরাগত তত্ত্বের আমদানিকে “ক্ষুদ্রতার পরিচায়ক” বলে সরব হন মেদিনীপুরের বিজেপি সাংসদ। স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে এখন এই বহিরাগত বিষয় নিয়ে যে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে চলেছে, তাতে কার্যত নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল রাজনীতি করতে গিয়েই বহিরাগত তত্ত্ব আমদানি করছে। তৃণমূলেও সেই অর্থে বহিরাগত রয়েছে। কেডি সিং এবং আহমেদ হাসানের মত লোকেরাও রয়েছে। পশ্চিমবঙ্গের যেসব লোক পরিযায়ী হয়ে বাইরে যায়, তাদের কি বহিরাগত বলা হয়! তারা ফিরে এলে কি চাকরি দিতে পারবে বর্তমান সরকার! পশ্চিমবাংলার সম্পর্কে ভুল বার্তা দেওয়া হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সাম্প্রতিককালে দিলীপ ঘোষের একটি মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। যেখানে বাংলাকে গুজরাট বানানোর কথা বলেছিলেন তিনি। এদিন সেই প্রসঙ্গেও নিজের মন্তব্য ব্যাখ্যা করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “বাংলাকে গুজরাট বানাবো। বাঙালি সেখানে গিয়ে কোটিপতি হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি শ্রমিক ওখানে কাজ করছে।” অর্থাৎ উন্নয়নের দিক থেকে বাংলাকে গুজরাটের মত করার কথা যে তিনি বলতে চেয়েছেন, তা সমালোচকদের প্রশ্নের জবাবে কার্যত পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, বাংলার রাজনৈতিক জগতে এখন সবথেকে বেশি যে ইস্যু নিয়ে আলোচনা তৈরি হয়েছে, তা হল বহিরাগত ইস্যু। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে বিজেপির পাঁচ নেতাকে বাংলার দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাল্টা বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরও তো সেই অর্থে বহিরাগত। তাহলে তাকে কেন কাজে লাগাচ্ছে তৃনমূল কংগ্রেস!

স্বাভাবিকভাবেই এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে ব্যাপক তরজা তৈরি হয়েছে, তখন পাল্টা এই ব্যাপারে মন্তব্য করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে নিজের যুক্তির কথা তুলে ধরে তৃণমূলকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। এখন দিলীপ ঘোষের এই জবাবে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!