এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বহিস্কৃত ও প্রাক্তনরা ক্রমশ জোট বাঁধছেন! গোষ্ঠীদ্বন্দ্বের নতুন সমীকরণে অস্বস্তি বিজেপিতে

বহিস্কৃত ও প্রাক্তনরা ক্রমশ জোট বাঁধছেন! গোষ্ঠীদ্বন্দ্বের নতুন সমীকরণে অস্বস্তি বিজেপিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলায় বিজেপির মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এল। গতকাল শুক্রবার দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস পালনকে কেন্দ্র করে বিজেপির পরস্পরবিরোধী দুই গোষ্ঠীর মধ্যে আবার দেখা দিল প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল শুক্রবার সকালে সিউড়ির সাহিত্য পরিষদ হলে বিজেপি দলের কিসান মোর্চার জেলা সভাপতি সোমনাথ ঘোষের উদ্যোগে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবস পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত মাসে বিজেপি থেকে বহিস্কিত হওয়া বিজেপি নেতা কালোসোনা মন্ডল ও প্রাক্তন জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়, এছাড়াও বিজেপি দলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অনিল সিংহ, ও প্রাক্তন কিছু পদাধিকারী। এরা প্রত্যেকেই বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের তীব্র বিরোধী হিসেবে পরিচিত।

প্রসঙ্গত শ্যামাপদ মন্ডলকে বীরভূম জেলা বিজেপির সভাপতি করবার পরই বিজেপি দলের একটি গোষ্ঠীর সঙ্গে তাঁর অনুগামীদের সংঘাত শুরু হয়। তাঁর নির্বাচনের সময়ই সিউড়িতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সেইসঙ্গে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁর বিরুদ্ধ গোষ্ঠী। তাঁর বিরুদ্ধে তাঁরা বিজেপির রাজ্য নেতৃত্বর কাছেও গিয়েছিলেন, তবে বিজেপির রাজ্য নেতৃত্ব তাদের দাবির মান্যতা দেয়নি। এরপর গত মাসে বিজেপি নেতা কালোসোনা মন্ডল ও মণ্ডল এবং দেবাশিস মিত্রকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করে দেয়া হয়। দল থেকে তাদের এই বহিষ্কারকে বিক্ষুব্দ গোষ্ঠীকে শ্যামাপদ মন্ডলের দুর্বল করে দেবার চক্রান্ত বলে তাদের অভিযোগ।

গতকাল শ্যামাপদ মন্ডলের অনুগামীরা সাঁইথিয়া, বোলপুর, ইলামবাজারে দীনদয়াল উপাধ্যায় এর জন্ম দিবস পালন করলেন। গতকাল সিউড়ির সাহিত্য পরিষদ হলে দীনদয়াল উপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে মিলিত শ্যামাপদ মন্ডল এর বিরোধী সদস্যরা জানালেন যে, বিধানসভা ভোটের আগে নিজেদের কৌশল নির্ধারণ করতেই তারা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছেন। এই অনুষ্ঠান পালনের পর জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল ও বিজেপির বর্তমান জেলা কমিটিকে তীব্র ভাষায় আক্রমণ চালান হয়। জনৈক বিজেপি নেতা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁরা জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হতে চলেছেন। বিধানসভা ভোটের আগে যদি তাঁকে অপসারণ করা না হয় তবে তাঁর বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নামতে চলেছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের অভিযোগ জেলা সভাপতি দলের ভালো সংগঠকদের অপসারিত করে অযোগ্য ব্যক্তিদেরকে স্থলভুক্ত করেছেন। বিজেপি দলের কিষান মোর্চার জেলা সভাপতি সোমনাথ ঘোষ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, ‘‘শ্যামাপদ দলেরই বিরুদ্ধাচারণ করছেন, ঠিক পদ্ধতি মেনে পার্টি পরিচালনা করছেন না। আমরা দলে সিস্টেম ফেরাতে চাইছি।’’ এ প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, ” জেলা সভাপতি অনেক অনৈতিক কাজ করছেন। আমরা রাজ্য নেতৃত্বকে বারবার জানাচ্ছি। এ বার রাজ্য সিদ্ধান্ত নিলে ভাল। অন্যথা দলের ক্ষতি না করে আমাদেরকে নিজেদের ভাগ্য নিজেদেরকেই তৈরি করতে হবে।’’

অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ সম্পর্কে তেমন কোনো বক্তব্য রাখতে দেখা গেল না বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে। তবে এ বিষয়ে তিনি জানালেন, ” সোমনাথ ঘোষ বিজেপির কিসান মোর্চার সভাপতি নন। এখনও সভাপতির নাম ঘোষণাই হয়নি। তা ছাড়া দল যাঁদের বহিষ্কার করেছে, তাঁদেরকে বাদ দিয়ে আমি সব অনুষ্ঠানে সকলকেই আমন্ত্রণ জানাই।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!