এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বহু আশা নিয়ে মহাকুম্ভে, প্রাণ গেল কলকাতার বৃদ্ধার! শোকাহত পরিবার!

বহু আশা নিয়ে মহাকুম্ভে, প্রাণ গেল কলকাতার বৃদ্ধার! শোকাহত পরিবার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বহু আশা নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন কলকাতার এক বৃদ্ধা। জীবনেও কল্পনা করতে পারেননি যে, পুণ্যলাভ করতে গিয়ে প্রাণ হারাবেন। মৌনি অমাবস্যার দিন প্রচুর মানুষ সেখানে পুন্যস্নান করতে গিয়েছিলেন। পদপিষ্ট হয়ে ৩০ এর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আর সেই মৃত্যুর তালিকায় এবার নাম যুক্ত হলো বাংলারও।

প্রসঙ্গত, সোমবার ছেলে, মেয়ে পরিবারকে নিয়ে বহু আশায় মহাকুম্ভে গিয়েছিলেন কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা বাসন্তী পোদ্দার। কিন্তু অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস! পুন্যস্নান করতে গিয়ে প্রাণ হারাতে হলো তাকে। পদপিষ্টের ঘটনায় যখন প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন, যখন অনেকেই আহত, ঠিক তখনই বহু আশা নিয়ে বাংলা থেকেও যাওয়া এক বৃদ্ধা নিজের জীবন খোয়ালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!