এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বহুতলের অগ্নিকাণ্ড পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, উদ্বেগ শাসক শিবিরে

বহুতলের অগ্নিকাণ্ড পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, উদ্বেগ শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বড় বাজারের নিকটস্থ কলুটোলা স্ট্রিটে এক বহুতলে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায় নি। আগুন নেভাতে ব্যস্ত দমকলের কুড়িটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। অগ্নিকাণ্ড পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা দেখা দেয় তাঁর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বেলা ১১ টার সময় কলুটোলা স্ট্রিটের একটি চারতলা গুদামের দোতালায় হঠাৎ করে আগুন লেগে যায়। এলাকা ঘিঞ্জি থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ২০ টি ইঞ্জিন। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। গোটা কাজের তদারকি করেন তিনি। এরপর নিজেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। তবে, কালো ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখা দেয় শ্বাসকষ্টের সমস্যা।

এরপর দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় মন্ত্রীকে। তাঁর এই হঠাৎ অসুস্থ হওয়ার খবরে উদ্বেগের ছায়া নেমে আসে শাসক শিবিরে। প্রসঙ্গত, বারবার অগ্নিকাণ্ডের সাক্ষি মহানগর। বিবাদীবাগ, গার্ডেনরিচ, লেকটাউন, নিমতলা ঘাটের পর এবার অগ্নিকাণ্ডের সাক্ষী কলুটোলা স্ট্রিট। জানা যাচ্ছে, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে এমন অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে বলে অনুমান দমকল কর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!