এখন পড়ছেন
হোম > জাতীয় > বহুল বিতর্ক সত্ত্বেও আগামীকাল শীর্ষ আদালতের নির্দেশে হতে চলেছে অভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিট

বহুল বিতর্ক সত্ত্বেও আগামীকাল শীর্ষ আদালতের নির্দেশে হতে চলেছে অভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে দেশের অভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের বেশকিছু অবিজেপি মুখ্যমন্ত্রীরা এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী একজোট হন। তাঁরা সুপ্রীম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানাবেন বলে ঠিক হয়। কিন্তু এত কিছু করেও ন্যাশনাল এলিজিবিলিট কাম এন্ট্রাস টেস্ট অর্থাৎ নিট পরীক্ষাকে আটকানো গেল না। আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 13 সেপ্টেম্বর রবিবার দেশজুড়ে অভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী করোনা পরিস্থিতির মধ্যেই পর্যাপ্ত ব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হতে চলেছে দেশজুড়ে নিট পরীক্ষা বলে জানা গেছে।

এই পরীক্ষা দিতে আসার আগে পরীক্ষার্থীদের জন্য রয়েছে বেশ কিছু নির্দেশাবলী। প্রথমেই ড্রেসকোডের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক মাস্ক। পরীক্ষার্থীরা গ্লাভস এবং ফেস শিল্ডও ব্যবহার করতে পারেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। তার সাথেই ধর্মীয় ছাড়া অন্য কোনো রকম অলংকার পড়া চলবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

পাগড়ি বা স্কার্ফ পড়া যাবে। কিন্তু প্রয়োজনে তা পরীক্ষা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাগারে প্রবেশ করতে গেলে কোনো রকম হেডফোন, ব্লুটুথ বা কোনোরকমের ঘড়ি পড়া চলবে না। এর সাথে পরীক্ষাকেন্দ্রে অবশ্যই নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ড, ডিক্লেয়ারসন ফর্ম, সরকারি পরিচয়পত্র। এর সাথে পরীক্ষার্থীদের মধ্যে যদি কেউ বিশেষভাবে অক্ষম হন, তার সার্টিফিকেট থাকতে হবে সাথে। এছাড়াও লেখার জন্য বল পয়েন্ট পেন, জলের বোতল, স্যানিটাইজার অবশ্যই সাথে রাখতে হবে। একইসাথে নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোন রকম ব্যাগ, বই বা স্টেশনারি কোন দ্রব্য নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরীক্ষার্থীদের সাথে নিয়ে আসতে হবে এক কপি রঙিন ছবি। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্মুখীন হতে হবে একগুচ্ছ শারীরিক পরীক্ষার। সূত্রের খবর, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে থার্মাল স্ক্যানিং করতে হবে। সে ক্ষেত্রে পরীক্ষার্থীদের দেহের তাপমাত্রা যদি 99.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তাহলে তাকে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাকেন্দ্রগুলির জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় কোভিড কেয়ার সেন্টারের ফোন নাম্বার থাকতে হবে।

পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থীর শরীরে যদি কোনরকম করোনার উপসর্গ দেখা যায়, তাহলে চিকিৎসকরা সেখানেই তাঁর পরীক্ষা করবে এবং অবস্থার অবনতি হলে নিকটবর্তী কোভিড কেয়ার সেন্টারে তাঁকে ভর্তি করা হবে এবং সর্বশেষে পরীক্ষার পর পরীক্ষার্থীরা এক একজন করে পরীক্ষাকেন্দ্রের বাইরে আসবে। তবে তার আগে তাঁদের ব্যবহৃত গ্লাভস, মাক্স নির্দিষ্ট জায়গায় ফেলে তবেই বেরোতে হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত এই অভিন্ন এন্ট্রান্স পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পড়তে হয়েছে রেকর্ড সংখ্যক ডিসলাইকের মুখে। বিশেষজ্ঞদের মতে, সমস্ত রাজ্যের যানবাহন ব্যবস্থা এখনও সচল হয়নি। উপরন্তু দেশে এখনো ট্রেন চলাচল বন্ধ। এই অবস্থায় জয়েন্ট এন্ত্রন্স পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা যে সমস্যার মুখে পড়বেন, সেকথা বলাই বাহুল্য। তবে সেক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে চাপ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। আপাতত অভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে কালকের পরিস্থিতি কি হতে চলেছে, সেদিকে কড়া নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!