বহুতল হেলে পড়লেই প্রশাসন দায়ী নয়, বিতর্কের মাঝেই বড় সাফাই কুনালের! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য January 23, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে শহর কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ছে। বাঘাযতীনের পর এবার ট্যাংরায় আরও এক বহুতল হেলে পড়তেই রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীরা প্রশাসন এবং পৌরসভার গাফিলতিকেই দায়ী করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পৌরসভার হয়ে ব্যাটন লড়লেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বাড়ি হেলে পড়া মানেই পৌরসভা বা প্রশাসনকে দায়ী করা ঠিক নয়। কোথায়, কিভাবে কি দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, সেটা তো প্রশাসন বা পৌরসভার পক্ষে খোঁজ নেওয়া সম্ভব নয়। যারা সেই বাড়ি নিচ্ছেন, তাদেরও একটু খোঁজখবর নেওয়া উচিত।” আপনার মতামত জানান -