এখন পড়ছেন
হোম > রাজ্য > বৈশাখীর কাছে শোভনের খোঁজ মমতার, তৃণমূল ফেরার জল্পনা!

বৈশাখীর কাছে শোভনের খোঁজ মমতার, তৃণমূল ফেরার জল্পনা!

পারিবারিক গণ্ডগোলের জেরেই একসময় তৃনমূল কংগ্রেস ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে দিদি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তাঁর এখনও আস্থা রয়েছে, তা ভাইফোঁটায় বিজেপিতে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফোটা নেওয়াতেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। যারপর সেই শোভন চট্টোপাধ্যায় ফের তৃণমূলের ফেরার জল্পনা তৈরি হয়। কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি তাকে। উল্টে সাম্প্রতিককালে শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ড এবং বিধানসভা কেন্দ্রের দায়িত্ব তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাঁধে তৃণমূল কংগ্রেস দিয়ে দেওয়ায় প্রবল ক্ষিপ্ত হন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র।

দূত হিসেবে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়ে শেষ কথা হচ্ছে বলেও জানিয়ে দেওয়ার চেষ্টা করেন শোভন চট্টোপাধ্যায় বলে মত একাংশের। কিন্তু এরপরেও তৃণমূলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠভাব বজায় রইল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় “শেষ কথা হচ্ছে” বলে জানিয়ে আসলেও, বুধবার আচমকা নবান্নে উপস্থিত হতে দেখা যায় তাঁকে। অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নবান্নে উপস্থিত হয়েছেন? ঠিক কি কথা হল দুজনের মধ্যে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে শোভন চট্টোপাধ্যায়ের শরীর-স্বাস্থ্যের খোঁজখবর নেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈশাখীদেবীকে তিনি বলেন, “কানন কেমন আছে! ওষুধ ঠিকমতো খাচ্ছে তো! করোনা ভাইরাস হচ্ছে। ও যেন সাবধানে থাকে।” অর্থাৎ দিদি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যে শোভন চট্টোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করেন, তা তার এই কথাতেই স্পষ্ট বলে মনে করছেন একাংশ।

অনেকে আবার বলছেন, মমতা বন্দোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে খোঁজখবর নিয়ে তাকে তৃণমূলে ফেরার বার্তা দিলেন। তবে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো কথা হল না? শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে?

এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। নবান্নে যাওয়ার সঙ্গে শোভনের তৃণমূলে ফেরার কোনো সম্পর্ক নেই‌। আমি আমার কলেজের সমস্যা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। দিদি আশ্বস্ত করেছেন বিষয়টা দেখবেন।” তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে কথাই বলুন না কেন, শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান যে দিনকে দিন অত্যন্ত ঘোরালো হয়ে উঠছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই কথোপকথনের পর শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!