এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বৈশাখীকে না ডাকায় ক্ষুব্ধ শোভন, নিলেন বড়সড় সিদ্ধান্ত , হাসি চওড়া তৃণমূলের

বৈশাখীকে না ডাকায় ক্ষুব্ধ শোভন, নিলেন বড়সড় সিদ্ধান্ত , হাসি চওড়া তৃণমূলের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছরের বেশি হল শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। তবে, দীর্ঘ সময় ধরে বিজেপিতে থেকেও, দলে তেমন সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে না শোভন চট্টোপাধ্যায়কে। এদিকে সামনেই আছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেসময় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তাঁকে দলের বিশেষ দায়িত্ব দেয়ার ব্যাপারেও নির্দেশ দিয়েছিলেন রাজ্য বিজেপিকে স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর গত শুক্রবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক দীর্ঘক্ষণ বৈঠক করলেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। কিন্তু এই বৈঠকের পর আজ রবিবার বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান বয়কট করলেন শোভন চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে, এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করা হলেও, আমন্ত্রণ করা হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বিজেপি নেতা অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তীর। অনেকেই মনে করেছিলেন, দলে এবার থেকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁকে দলে বিশেষ দায়িত্ব দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরই ঘটলো ছন্দপতন। আবার দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়লো শোভন চট্টোপাধ্যায় এর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিজেপির এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তাঁকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমন্ত্রণ করা হয়নি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এ কারণে তিনি এই অনুষ্ঠান বয়কট করছেন। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সকলকে আমন্ত্রণ করা হয়েছে। তাঁরা দুজনই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিজেপির কর্মসমিতির একজন সক্রিয় সদস্য হবার পরেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি। তিনি অভিযোগ করেছেন, রাজ্য বিজেপিতে ‘ ডিভাইড এন্ড রুল’ পলিসি চলছে। দলের একাংশের বিরুদ্ধে তিনি তীব্র ভাবে সরব হয়েছেন।

শোভন চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে কি দলে সক্রিয় ভূমিকায় দেখতে চান না দলের একাংশ? আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা চলেছে দলের শীর্ষ নেতৃত্বের। তাঁকে বিশেষ দায়িত্ব দেবার নির্দেশও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। কিন্তু তার পরও কেন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল না বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে? তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রণ না পেয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে, বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন যে, সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকলে আসবেন বলে আশা করছেন তিনি। প্রসঙ্গত গত শুক্রবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তৃণমূল দলে যেমন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়, তেমনি সক্রিয় ভূমিকায় তিনি অবতীর্ণ হবেন বিজেপিতে। যে কারণে চাপ বেড়েছিল তৃণমূলের। এরপর বিজেপির সঙ্গে আবার তাঁর দূরত্ব বাড়ায় হাসি চওড়া হলো তৃণমূলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!