এখন পড়ছেন
হোম > রাজনীতি > বকেয়া পৌরভোট কি আটকে যাবে? আদালতের নির্দেশে তুঙ্গে জল্পনা!

বকেয়া পৌরভোট কি আটকে যাবে? আদালতের নির্দেশে তুঙ্গে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন চারটি পৌরনিগমের ভোটের দিনক্ষণ ঘোষণা করে। কিন্তু সেখানে বাদ ছিল, হাওড়া পৌরসভার নির্বাচনের দিনক্ষণ। স্বাভাবিকভাবেই এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। ইতিমধ্যেই হাওড়া পৌরসভা থেকে বালিকে আলাদা করা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে রাজভবন।

কিন্তু রাজভবনের পক্ষ থেকে এখনও সেই প্রস্তাবে কোনো সবুজসংকেত দেওয়া হয়নি। যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সেই হাওড়া পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। কিন্তু এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। আজ সেই মামলার শুনানি। স্বভাবতই এই ব্যাপারে আদালত কি নির্দেশ দেয়, তার দিকে নজর রয়েছে সকলের।

সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। আর সেখানেই গোটা বিষয়টি চূড়ান্ত হতে পারে। মূলত, হাওড়া পৌরসভার নির্বাচনের দিনক্ষণ কেন ঘোষণা করা হল না, সেই বিষয়েই প্রশ্ন তোলা হয়েছে। স্বাভাবিক ভাবেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে আদালতে এই ব্যাপারে শুনানি পর্বে কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!