এখন পড়ছেন
হোম > অন্যান্য > বলিউডের পাঁচ তারকা অভিনেতা যারা তাদের প্রাপ্য সম্মান পেলেন না। কারা তারা? জানতে হলে চোখ রাখুন

বলিউডের পাঁচ তারকা অভিনেতা যারা তাদের প্রাপ্য সম্মান পেলেন না। কারা তারা? জানতে হলে চোখ রাখুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুসান্ত সিংহ রাজপুরের আকস্মিক মৃত্যুর পর বলিউডের হাওয়ায় হাওয়ায় ভাসছে একটাই শব্দ – “নেপোটিজম”, অর্থাৎ, স্বজন পোষণ। কিন্তু আমরা কে না জানি যে এটি মোটেও নতুন কিছু নয়। ইংরেজিতে একটা কথা আছে – “পাওয়ার কোরাপ্টস” ( power corrupts)। যার হাতে ক্ষমতা, তার হাতেই ভাগ্যদন্ড। সে যার কপালে সেই দন্ডটি ছোঁয়াবেন, সেই রাজা। এবার কথা হলো, সেটি তিনি কার মাথায় ছোঁয়াবেন?

একটা সময় ছিল যখন প্রতিভা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হতো। কিন্তু, বর্তমান সময়ে যেখানে মরালিটির ভয়ংকর অবক্ষয় দেখা দিয়েছে, সেখানে ‘তৈলমর্দন’-ই প্রধান যোগ্যতা হয়ে উঠেছে সাফল্য পাওয়ার ক্ষেত্রে। এই দৌড়ে কতো প্রতিভা যে সাফল্যের অরবিট থেকে ছিটকে গেল তার কোনো হিসেব নেই।

পুরোনো কথা ছেড়ে যদি সাম্প্রতিক সময়কেও ধরি তাহলে এমন অনেক প্রতিভাবান শিল্পীর নাম উঠে আসে যারা ক্রমশ হারিয়ে যেতে চলছেন সিনে-ইন্ডাস্ট্রি থেকে। আসুন, জেনে নিই এমন কয়েকটি নাম যারা আজ প্রায় বিস্মৃতির চৌকাঠে দাঁড়িয়ে আছেন।

১. অক্ষয় খান্না – প্রতিভাবান এই অভিনেতা “বর্ডার” সিনেমায় ডেবিউ করেছিলেন। ” তাল” সিনামা তাকে প্রথম বড় সাফল্য এনে দিয়েছিল। এর পর অনেক হিট মুভি করেছেন এই অভিনেতা। ” গান্ধী, মাই ফাদার” সিনেমায় তার অভিনয় ছিল মনে দাগ কাঁটার মতো। কিন্তু এই অভিনেতা তার প্রতিভা অনুযায়ী যোগ্য সম্মান পেলেন না। বর্তমানে তিনি রুপোলী জগৎ থেকে বহু যোযন দূরে সরে গেছেন।

২. সারমন জোশি – এই ভার্সেটাইল অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল “স্টাইল ” নামক হিট সিনেমা দিয়ে। কিন্তু তা সত্ত্বেও তিনি সেই ভাবে বলিউডে জায়গা করে উঠতে পারছিলেন না। প্রথম সিনেমায় হিট করার পরেও পরবর্তী দুই বছর তিনি কোনো মুভিতে সুযোগ পান নি। পরে “গোলমাল” বা “রং দে বসন্তি”-র মতো হিট মুভি উপহার দিয়েছেন। দর্শকদের মনের মধ্যে তিনি আজও “থ্রি ইডিয়টস ” সিনেমার ‘রাজু রস্তোগী’ হয়ে বেঁচে আছেন। এর পর টুকটাক যা সিনেমা করেছেন, একবারও ব্যার্থ হন নি নিজেকে প্রমাণ করতে। কিন্তু, বর্তমানে এই তারকা ক্রমশ মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছেন।

৩. অভয় দেওল – অভয় দেওল দেখতে দেখতে বলিউডে প্রায় ৫০ টি ছবি করে ফেলেছেন, অথচ এখনো মনে হয় তিনি যেন বলিউডে নবাগত। “সোচা না থা” সিনেমায় তিনি দারুণ অভিনয় করার পরও তেমন কোনো উল্লেখযোগ্য রোল পাচ্ছিলেন না। পরে ” জিন্দেগী না মিলে গী দোবারা”-তে তিনি অভিনয় দক্ষতা দিয়ে সবার নজর কেরেছিলেন। তারপরে পার্শ্ববর্তী চরিত্র ছাড়া তার কপালে কিছু জোটে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৪. জিমি সেরগিল – এই অভিনেতা কেরিয়ারের সূচনা করেছিলেন “মাচিস” নামক ব্লকবাস্টার হিট মুভি দিয়ে। এর পর তাকে “মহাব্বতে” ছবিতেও দেখা গেছে। এত ভাল অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে বলিউডে সাইড রোলেই দেখা যায়।

৫. আর. মাধবন – এই অভিনেতার অভিনয় দক্ষতার কথা কে না জানে! তার অভিনীত ‘ফারহান’ চরিত্রটি আজও অমলিন হয়ে আছে। ভাল ভাল হিট মুভি উপহার দেওয়া সত্ত্বেও তাকে তার প্রাপ্য সম্মান আজও দেওয়া হলো না।

এখানেই শেষ নয়। আরও কতো নাম বাকি রয়ে গেছে। তবে নিশ্চই চাইবো এমন নামের লিস্ট আর দীর্ঘ না হোক। এখানেই এর শেষ হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!