এখন পড়ছেন
হোম > অন্যান্য > বলিউডে মাদক যোগ নিয়ে মুখ খোলায় ফের ট্রোলড হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বলিউডে মাদক যোগ নিয়ে মুখ খোলায় ফের ট্রোলড হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ঘটনার শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। তারপরে একে একে বলিউডের নামিদামি ব্যক্তির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। কখনো বলিউডের স্বজনপোষণ নিয়ে, আবার কখনো বা বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেই সঙ্গে সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনা সরকারের সঙ্গে ঝামেলা নিয়েও তিনি বারবার উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে সম্প্রতি মাদক যোগ নিয়ে উর্মিলা মাতন্ডকরের সঙ্গে সমস্যায় জড়িয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মামলার শুনানির সময় যখন মাদক যোগের কথা উঠে আসে, তখনই বলিউডের মাদক যোগ নিয়ে সরব হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একাধিক বলিউডের প্রথম সারির ব্যক্তিত্ব যে এই বলিউড মাদক কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এবং সেই খবর সুশান্ত সিং রাজপুত জানতে পেরেছিলেন বলেও যে তাঁকে এমন মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো, সেই আশঙ্কার কথাও বলেছিলেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বেশ ট্রোলড হতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত বলিউডের এই মাদক সেবন নিয়ে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন যাতে কয়েকজন প্রথম সারির তারকার মাদক পরীক্ষা করানো হয়। তবে এই কথার পরিপ্রেক্ষিতেই উর্মিলা মাতন্ডকর বলেন যে, মাদক পরীক্ষা যদি করতেই হয় তবে তা শুধুমাত্র মুম্বাই ইন্ডাস্ট্রিতে কেন করা হবে, হিমাচল প্রদেশে কেন নয়? তাঁর আরও বক্তব্য ছিল যে হিমাচল প্রদেশ যেখানে গাঁজার অন্যতম উৎস, সেখানে অভিনেত্রীর উচিত নিজের জন্মস্থান দিয়েই এই মাদকের নিষিদ্ধকরণ অভিযান শুরু করা। আর এই কথাতেই নাকি চটেছেন কাঙ্গনা রানাউত।

তবে তিনিও চুপ করে থাকার ব্যক্তি নন। এই কথার পরিপ্রেক্ষিতে উর্মিলাকে কটাক্ষ করে তিনি ‘সফট পর্ন স্টার’ বলে অভিহিত করেন। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তাঁর নামে বিতর্ক। অভিনেত্রীর কথায়, সানি লিওনকে যখন ইন্ডাস্ট্রি তথা গোটা ভারত শিল্পী হিসেবে মেনে নিয়েছে, তখন নারীবাদীরা পর্নস্টারকে খারাপের সঙ্গে কেন তুলনা করছেন। তাঁর আরও বক্তব্য, যখন উর্মিলা মাতন্ডকর তাঁকে বেশ্যা বা রুদালি বলে অপমান করেছিল তখন এই সমস্ত নারীবাদী মহিলারা কোথায় ছিলেন! তাই নারীবাদীদের মেয়েদের শরীর ছাড়াও যে মন থাকে, এই কথা মনে রাখা উচিত বলেও জানিয়েছেন তিনি। তবে আপাতত উর্মিলা মাতন্ডকরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও, এর জবাব কি আসে সেই দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!