এখন পড়ছেন
হোম > অন্যান্য > অবশেষে জীবনের কাছে হেরে বিদায় নিলেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক! শোকের ছায়া চলচ্চিত্র জগতে

অবশেষে জীবনের কাছে হেরে বিদায় নিলেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক! শোকের ছায়া চলচ্চিত্র জগতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অবশেষে জীবনের কাছে হার মেনে নিলেন নিশিকান্ত কামাত। বয়েস হয়েছিল ৫০ বছর। আজ বিকেল ৪:২৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর সেই সঙ্গে গোটা চলচ্চিত্র জগতে নেমে এসেছে দুঃখের অন্ধকার। কিছুদিন আগে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। আজকের সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে জানা যায় তিনি এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

তবে সকলের প্রার্থনা ব্যর্থ করে চলে গেলেন এই পরিচালক। জানা গিয়েছিল অনেকদিন থেকেই সিরোসিস অফ লিভারে আক্রান্ত ছিলেন এই পরিচালক। সঙ্গে চিকিৎসা চলছিল অনেকদিন। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ সকালে ডিরেক্টর মুকেশ ছাবরা সোশাল মিডিয়াতে তাঁর মৃত্যুর খবর জানান। তবে পরে রিতেশ দেশমুখ তাঁর তখনও বেঁচে থাকার খবরটি জানিয়ে প্রার্থনা করতে বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০০৫ সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘দম্বিভালি ফাস্ট’ দিয়ে পরিচালক হিসেবে তাঁর হাতে খড়ি হয়। ২০০৬ সালে এই মারাঠি ছবিটি জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেইসঙ্গে বলিউডে নিশিকান্ত অন্যতম প্রতিভা হিসাবে নিজের জায়গা করে নেন। তাঁর গল্প বলার ঢং, ক্যামেরার কারিগরি, অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে সেরাটি বার করে নেওয়ার ক্ষমতা, তাঁকে বলিউডে স্বতন্ত্র জায়গা করে দিয়েছিল। তাঁর মৃত্যুতে সারা সিনেমা জগতের মানুষদের দুঃখের বার্তায় ভরে গেছে সোশাল মিডিয়া। সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

মালায়ালাম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’ করে তিনি বলিউডের জনপ্রিয় পরিচালকদের তালিকায় নাম করে নেন। সুপারহিট সেই ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, তাব্বু প্রভৃতি। এছাড়াও ‘মুম্বাই মেরি জান’, ‘ফোর্স’ ‘ মাদারি’-এর মত বহু জনপ্রিয় ছবিতে পরিচালনা করেছেন তিনি। কেবলমাত্র পরিচালক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও তিনি বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন। যেমন- ‘জুলি ২’, ‘রকি হ্যান্ডসাম’ প্রভৃতি। তবে তাঁর এরম অকাল প্রয়াণে সিনেমা জগতে একটি বড় জায়গা খালি হয়ে গেল বলেই মনে করছেন অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!