এখন পড়ছেন
হোম > অন্যান্য > বলিউডের ক্যাটফাইট আগেও ছিল, আগামীতেও থাকবে – দাবী বলিউড বিশেষজ্ঞদের

বলিউডের ক্যাটফাইট আগেও ছিল, আগামীতেও থাকবে – দাবী বলিউড বিশেষজ্ঞদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে চলছে এক অশান্তির আবহ। দেখা যাচ্ছে, নেটিজেনদের সাথে সাথে বলিউডের অনেকেও মুখ খুলেছে নেপোটিজম এর বিরুদ্ধে। আর তাঁদের মুখেই উঠে আসছে নামজাদা ব্যক্তিত্বদের কথা। তবে বিশেষজ্ঞদের মতে, আজ হয়তো নেপোটিজম বাজার দখল করেছে, কিন্তু বলিউডে অস্তিত্বের লড়াই জিততে একে-অপরকে নিচু করে দেখানো, কাদা ছোঁড়াছুঁড়ি অনেক আগেই ছিল। বলা ভাল, বলিউডের র‍্যাটরেসে নামতে গেলে এগিয়ে যাবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়।

যার মধ্যে একে অপরকে প্রকাশ্যে অপমান অন্যতম। এবং এই লড়াইতে বহু আগেই নেমেছে প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরের সুযোগ্য কন্যা সোনম কাপুর এবং বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বর্য রাই বচ্চন। ক্যামেরার সামনে একে অপরকে সুমধুর হাসি দিলেও আড়ালে যে ছবিটা সম্পূর্ণ তা অস্বীকার করার উপায় নেই। বেশ কিছু বছর আগে ঐশ্বর্য রাইকে নিয়ে সোনম কাপুর বেফাঁস মন্তব্য করেছিলেন প্রকাশ্যে। আর তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ট্রোল হন তিনি।

যদিও তা নিয়ে সোনম কখনোই ভাবতে রাজি হননি। বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল বিউটি ব্র্যান্ডকে ঘিরে। সূত্রের খবর, 2009 সালে একটি ইন্টারন্যাশনাল বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাস্যাডর নির্বাচিত হন সোনম কাপুর। তার আগে পর্যন্ত ওই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। খুব স্বাভাবিক ভাবেই অ্যাম্বাসাডর পরিবর্তনের ব্যাপারটি ঐশ্বর্য রাই ভালোভাবে মেনে নিতে পারেননি। আর সেই নিয়ে একটি সাক্ষাৎকারে সোনমকে প্রশ্ন করলে তিনি ঐশ্বর্যকে আন্টি বলে সম্বোধন করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এই কথার প্রত্যুত্তরে সোনম যুক্তি দেন ঐশ্বর্য রাই তার বাবার সঙ্গে অভিনয় করেছেন, সেই সূত্রে তিনি আন্টি হবেন। সোনম কাপুরের এই বক্তব্যকে ঘিরে সে সময় তুমুল আলোচনা হয়েছিল ইন্টারনেটে। পরে অবশ্য সোনম তাঁর কথা সম্পূর্ণ অস্বীকার করেন এবং দায় চাপান মিডিয়ার ওপর। অন্যদিকে শোনা যায়, ততদিনে যা হবার হয়ে গেছে। ঐশ্বর্য রাই সোনম কাপুরের মন্তব্যে যে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন তা বোঝা যায় যখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে সোনম কাপুরের সঙ্গে একযোগে হাঁটতে অস্বীকার করেন।

বলিউডে এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর ক্যাটফাইট চলতে থাকে। লাইম লাইটে আসার জন্য একে অপরকে টেনে ছোট করে সামনে আসার তাগিদ সবারই। সে ক্ষেত্রে সামনে চলে মুখোশের অভিনয় আর মুখোশের পেছনের মুখ হয় সম্পূর্ণ আলাদা। প্রদীপের নীচে যে নিকষ কালো অন্ধকার তা বোধহয় অস্বীকার করবেননা কেউই। তাই বলিউডে ক্যাটফাইট, নেপোটিজম আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলেই দাবী করেন বলিউড বিশেষজ্ঞদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!