এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোলপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সামিল হলেন বাউলশিল্পী বাসুদেব দাস বাউল

বোলপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সামিল হলেন বাউলশিল্পী বাসুদেব দাস বাউল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোডশো। বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর পদযাত্রা। ডাকবাংলো থেকে জামবুনি পর্যন্ত ৪ কিলোমিটারের পদযাত্রায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তৃণমূল সাংসদ শতাব্দি রায়। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান যে, শুধু বীরভূম থেকেই ৩ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায়। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় অংশগ্রহণ করলেন বাউল শিল্পী বাসুদেব দাস বাউল। এই বাউল শিল্পীর বাড়িতেই মধ্যাহ্নভোজ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত গত ২০সে ডিসেম্বর রবিবার বোলপুর সফরে এসে স্থানীয় বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ করে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন বেগুন ভাজা, আলু পোস্ত, মুগডাল সহযোগে মধ্যাহ্নভোজ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন বাসুদেব দাস বাউল তাঁকে শুনিয়েছিলেন, ” তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না..” গানটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, এরপর দুদিনের মধ্যেই বাসুদেব দাস বাউলকে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে। সেখানে বাসুদেব দাস বাউল জানিয়েছিলেন যে, তাঁরা রেশনের চাল খেলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে মিনিকিট চাল আনিয়েছিলেন তিনি। টাকা পয়সা খরচ করে বাজার করেছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কোনো কথাই বলতে পারেন নি। খাওয়া দাওয়া শেষ হলে পাশের দরজা দিয়ে চলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর অনুব্রত মণ্ডল বাউল শিল্পীর মেয়ের উচ্চ শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

সেদিন বাউল শিল্পী বাসুদেব দাস বলেছিলেন যে, মুখ্যমন্ত্রীর আজকের রোডশোয়ে গান গাইতে চান তিনি। এরপর আজ মুখ্যমন্ত্রীর রোডশোয়ে যোগদান করলেন বাউল শিল্পী। সংবাদমাধ্যমের সঙ্গে তিনি জানালেন যে, তাঁরা বাউল, সকলকে নিয়েই থাকতে চান তাঁরা। তাই স্বরাষ্ট্রমন্ত্রী যেমন তাদের সঙ্গে আছেন, তেমনি মুখ্যমন্ত্রীও আছেন তাঁদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে প্রশংসা করে তিনি জানালেন যে, বাউল শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীকেও ” হৃদ মাঝারে রাখবো।…” গানটি শোনাতে চান তিনি। তবে, বাউল শিল্পীর এরকম ভোলবদলে বিস্মিত হয়েছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!