এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু-বিজেপি হেভিওয়েটের বড়সড় অভিযোগ, তীর তৃণমূলের দিকে

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু-বিজেপি হেভিওয়েটের বড়সড় অভিযোগ, তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বোমা এবং আবারও মৃত্যু। ভোট কাছে আসতেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বন্দুক, গুলি, বোমা ইত্যাদি উদ্ধার হচ্ছে। আর তাই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এবারের বিধানসভা নির্বাচনকে নির্বাচন কমিশন যতই হিংসামুক্ত করার চেষ্টা করুক না কেন, রাজ্যজুড়ে যেভাবে মুড়ি-মুড়কির মতো বোমা-গুলির খোঁজ পাওয়া যাচ্ছে, তাতে অশান্তি যে বাঁধবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এদিন আসানসোলে বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, মৃত যুবক তৃণমূলের কর্মী।

একইসাথে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন, তাঁকে মারার জন্যই বোমা বাঁধা চলছিল। যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ করেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে জামবাদ এলাকা। এরপর অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জানা যায়, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জামবাদের বেনেডি এলাকায় রাতে বোমা বাঁধছিল স্থানীয় দুষ্কৃতীরা। সেসময় বোমা ফেটে গিয়ে জখম হন মৃত যুবক সহ আরো তিনজন। রাতেই তাঁদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় শরবন সাউ নামের এলাকারই এক বাসিন্দার।

তবে জানা গেছে, শরবনের মৃত্যুর পর বাকি আহতরা হাসপাতাল থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন, যে বাড়িতে বোমা বাঁধা চলছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন, তাঁকে মারার জন্য ষড়যন্ত্র চলছে আর এর পেছনে বহুলা পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বীর-বাহাদুর সিং এই ঘটনার সঙ্গে যুক্ত। জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, তাঁরা পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ উড়িয়ে দিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা জানিয়েছেন, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি দাবি করেছেন পাণ্ডবেশ্বরের মানুষ জানে কার সাথে দুষ্কৃতীদের যোগ আছে। বহুলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বীর বাহাদুর সিংও বিজেপির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বোমা বিস্ফোরণ এবং এর পেছনে রয়েছে বিজেপি কর্মীরা।

একের পর এক বোমা মজুদের ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই বর্ধমান জেলায় বোমাকে খেলনা ভেবে ধরতে গিয়ে মৃত্যু হয় এক শিশুর। নানুর-সহ একাধিক এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার হচ্ছে। শিয়ালদা-হাওড়া থেকে গুলি, বন্দুক উদ্ধার হয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এবারের নির্বাচনে অশান্তি পাকাতে ইতিমধ্যে যাবতীয় অস্ত্রশস্ত্রের মজুদ শুরু হয়েছে রাজ্যে। তবে কার নির্দেশে রাজ্যে অস্ত্রশস্ত্র আসছে, বা বোমা বানানো চলছে সে ব্যাপারে কিছু জানা যাচ্ছেনা। আর তাই নিয়েই ক্রমশ বাড়ছে তৃণমূল-বিজেপির তরজা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!