এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বোমা গুলি ছাড়া থাকতে পারে না তৃণমূল” তীব্র কটাক্ষ সুকান্তর!

“বোমা গুলি ছাড়া থাকতে পারে না তৃণমূল” তীব্র কটাক্ষ সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে বোমা বন্দুকের দাপাদাপি শুরু হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। রাজ্যের বিভিন্ন জেলায় বিস্ফোরণের ঘটনার রীতিমতো আতঙ্কে রাখছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতিতে সেই বোমা, বন্ধুকের দাপাদাপি নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, বোমা এবং বন্দুক ছাড়া থাকতে পারে না তৃণমূল।

 

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই বোমা, বন্ধুকের দাপাদাপি বাড়তে শুরু করেছে। আসলে বোমা এবং বন্দুক ছাড়া থাকতে পারে না তৃণমূল। যেখানে বিরোধীরা একটু কম শক্তিশালী, সেখানে তারা নিজেদের মধ্যে এগুলো নিয়ে লড়াই করছে। তাই ওরা বোমা, বন্দুক চালাবে, এটাই স্বাভাবিক।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করার কথা বলা হচ্ছে। কিন্তু যেভাবে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে, তাতে সেই নির্বাচন শান্তিপূর্ণ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিরোধীদের। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে তৃণমূলকে চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!