এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোমা কান্ডের পরেই হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! জেনে নিন

বোমা কান্ডের পরেই হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে আশঙ্কা বাড়িয়ে সম্প্রতি নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। আর তারপর থেকেই রীতিমত চাঞ্চল্য তৈরি হয় গোটা রাজ্যজুড়ে। যেখানে মন্ত্রী সুরক্ষিত নয়, সেখানে জনসাধারণ কিভাবে সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কাটাছেড়া শুরু করেছে তদন্তকারী সংস্থা। আর এই পরিস্থিতিতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জাকির হোসেনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সূত্রের খবর, বোমা বিস্ফোরণের পর এবার হেভিওয়েট এই মন্ত্রীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গেছে, এখন থেকে পাইলট কার এবং এসকর্টের পাশাপাশি সব সময় মন্ত্রীর সঙ্গে তিনজন নিরাপত্তারক্ষী থাকবেন। শুধু তাই নয়, তিনি যদি মাওবাদী এলাকায় যান, তাহলে তার সঙ্গে থাকবে একটি বুলেটপ্রুফ গাড়ি। সব মিলিয়ে মোট 22 জন পুলিশ কর্মী এই হেভিওয়েট মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকবেন বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই নিমতিতা স্টেশনে যে বিস্ফোরণ ঘটেছে, সেখানে আইইডি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছেন একাংশ‌। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারী দল। অনেকে বলছেন, শুধুমাত্র উচ্চক্ষমতাসম্পন্ন আইইডি নয়, হামলাকারীরা অ্যান্ড হ্যান্ডিং ডিভাইস ব্যবহার করেছিল। আর সেই কারণেই মন্ত্রীর নিরাপত্তারক্ষী প্লাটফর্মে পড়ে থাকা একটি বেড়াতে যাওয়ার সাথে সাথেই এই বিস্ফোরণ ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে, দীর্ঘক্ষন প্লাটফর্মে সেই ব্যাগ পড়ে থাকলেও, কেন কেউ তা লক্ষ্য করেনি? তাহলে কি গোটা ব্যাপারটি পূর্বপরিকল্পিত? স্বাভাবিক ভাবেই এরকম নানা প্রশ্নে এখন মাথাচাড়া দিতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সেই বিস্ফোরণের ঘটনায় এখন মন্ত্রী জাকির হোসেনকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এমনকি রাজ্যের সাংবিধানিক প্রধানের গলাতেও এই ব্যাপারে শোনা গেছে অসন্তোষের সুর।

স্বাভাবিক ভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে বিরোধীদের পক্ষ থেকে দাবি করায় কার্যত অস্বস্তিতে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে লক্ষ্য করে বোমা শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছিল। তাই ভবিষ্যতে যাতে এই রকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য এবার আক্রান্ত রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জাকির হোসেনকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!