এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোমাবাজির ঘটনায় বিজেপি এবং তৃণমূলের চাপানউতোর তুঙ্গে, আসরে মানবাধিকার কমিশন

বোমাবাজির ঘটনায় বিজেপি এবং তৃণমূলের চাপানউতোর তুঙ্গে, আসরে মানবাধিকার কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে যখন ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে আদালতে, ভর্ৎসনার মুখে রাজ্য সরকার ঠিক সে সময় নতুন করে আবারও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনা বিতর্ক বাড়ালো। এবারের ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে। শোনা যাচ্ছে, কান্দি এলাকার বিজেপি নেতার বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি চলেছে শনিবার, আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই বোমাবাজির ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে।

আর এবার এই নিয়ে ময়দানে নামল মানবাধিকার কমিশন। কলকাতা হাইকোর্ট মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা সরেজমিনে তদন্ত করতে। আর সেই বার্তা নিয়ে এবার কান্দি যেতে চলেছে মানবাধিকার কমিশন। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদের নেতৃত্বে পরিস্থিতি খতিয়ে দেখতে কান্দি পৌঁছাতে চলেছে কমিশনের প্রতিনিধিদলের সদস্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে এগারোশো ভোটে এগিয়ে ছিল বিজেপি এবারের ভোটে এবং এই ভোট যার হাত ধরে এসেছিল তিনি হলেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতা স্নেহাশীষ দাস। আর এই স্নেহাশীষ দাসের বাড়ির সামনে শনিবার রাতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। খবর পেয়ে স্নেহাশীষ দাসের বাড়িতে যান কান্দি শহরের বিজেপি শীর্ষ নেতারা এবং তারপরেই তাঁরা কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় যেতে চলেছেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। সেক্ষেত্রে কান্দীতে স্নেহাশীষ দাসের বাড়িতেও যেতে পারেন তাঁরা বলে জানা গিয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ভিত্তিতে মানবাধিকার কমিশনের গতিবিধি কিন্তু কার্যত চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে কান্দির ঘটনা কোন দিকে মোড় নিতে পারে, সেই ভবিষ্যদ্বাণী নিয়ে এখন থেকেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!