এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোমের আঘাতে মন্ত্রী জখম হতেই ময়দানে বিরোধীরা, চাপ বাড়ল তৃণমূলের!

বোমের আঘাতে মন্ত্রী জখম হতেই ময়দানে বিরোধীরা, চাপ বাড়ল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে ক্রমশ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। এক্ষেত্রে অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বারবার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি হয় বলে কমিশনের গোচরে এনেছে বিজেপি থেকে শুরু করে বাম, কংগ্রেসের মতো বিরোধী রাজনৈতিক দলগুলো‌। স্বাভাবিকভাবেই এমনিতেই আইন শৃঙ্খলা এবং গণতন্ত্রের প্রশ্নে বিরোধীদের এই ধরনের দাবির মুখে পড়ে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার।

আর এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা নিঃসন্দেহে বিরোধীদের হাতে নয়া হাতিয়ার তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে উদ্দেশ্য করেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারন মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তারা। স্বাভাবিক ভাবেই বিরোধীদের এই প্রশ্নের চাপে নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা এবং শান্তির প্রশ্নে যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে যান রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। কিন্তু সেখানেই বোমাবাজি করা হয় বলে অভিযোগ। যার আঘাতে অনেকটাই জখম হয়েছেন তিনি। আর এরপরই এই গোটা ঘটনায় সরব হতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন এই প্রসঙ্গে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “জাকির হোসেন তৃণমূলে ব্যতিক্রমী চরিত্র। নিজের সততার জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই হামলা অত্যন্ত দুঃখজনক। রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ চলছে বলে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা ঘটায় বিরোধীদের অভিযোগের মুখে পড়ে এখন যে অনেকটাই অস্বস্তিতে রাজ্য সরকার, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে বিরোধীদের পক্ষ থেকে এই রকম অভিযোগ করা হলেও, তাকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের বলেন, “রাজনৈতিক কারণেই এই হামলা করা হয়েছে। মন্ত্রী জাকির হোসেনকে প্রানে মেরে ফেলতেই স্টেশনে বোমাবাজি করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অর্থ্যাৎ বিরোধীদের তরফ থেকে যে কথাই বলা হোক না কেন, এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত দেখছেন তৃণমূলের জেলা সভাপতি। তবে পরিস্থিতি যেদিকেই গড়াক, এই গোটা ঘটনায় যে রাজ্যের শাসকদলের চাপ দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এই ঘটনাকে হাতিয়ার করে আগামীদিনে নির্বাচন সুষ্ঠু পরিবেশে করতে কমিশনের কাছে গোটা পরিস্থিতি তুলে ধরতে পারে বিরোধীরা বলেও মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!