এখন পড়ছেন
হোম > রাজ্য > এলাকা দখল নিয়ে ব্যাপক বোমাবাজি বাঁকুড়ায়, গ্রেপ্তার দুই বিজেপি মহিলা সমর্থক

এলাকা দখল নিয়ে ব্যাপক বোমাবাজি বাঁকুড়ায়, গ্রেপ্তার দুই বিজেপি মহিলা সমর্থক


এলাকা দখল নিয়ে ব্যাপক বোমাবাজি বাঁকুড়ায়, গ্রেপ্তার দুই বিজেপি মহিলা সমর্থক। ভোট শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সংঘর্ষে উত্তাল বাঁকুড়া। এদিন বাঁকুড়ার ভালুকাপাহাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ ও বোমাবাজির জেরে আহত হয় বহু মানুষ। যদিও তাদের পরিচয় বা কোন হাসপাতালে তারা ভর্তি আছে সে বিষয়ে কিছু জানা যায় নি। তবে এদিন পুলিশ বিজেপির দুই মহিলা সমর্থককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্যও ছড়িয়েছে। জানা গেছে একেরপর এক বোমাবাজির জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে বলে খবর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এদিন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। শনিবার ভোট প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিজেপির পক্ষ থেকে ওই গ্রামে মিটিং করাকে কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। পরে তা সংঘর্ষের আকার নেয়। খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এখন গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” ভোটের জন্য জনসাধারণের উদ্যেশ্যে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!