এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির কার্যালয় থেকে উদ্ধার বোমা, গ্রেপ্তার যুবনেতা – তুলকালাম বঙ্গ রাজনীতি

বিজেপির কার্যালয় থেকে উদ্ধার বোমা, গ্রেপ্তার যুবনেতা – তুলকালাম বঙ্গ রাজনীতি

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়েই চরম উত্তেজনার পরিবেশ। মনোনয়ন পত্র পেশকে বিষয় করে শাসক শিবির ও বিরোধী শিবির একে অন্যকে নানা অভিযোগে দুষ্ট করছে। হিংসা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কিছু সাধারণ মানুষ। আর উল্লিখিত সকল ঘটনাতেই বিরোধী শিবিরের কাছে অভিযুক্ত হয়েছে রাজ্যের শাসক দল। আর এবার বিজেপি-র নলহাটি কার্যালয় থেকে বোমা উদ্ধার হলো। বিজেপি যুব মোর্চার নেতা ধ্রুব সাহা এই ঘটনার জেরে গ্রেপ্তার হলেন। এছাড়াও পুলিশ আরও ২৫ জনকে আটক করেছে। উল্লেখ্য শুক্রবার বীরভূমের নলহাটিতে ১৪৪ ধারা ভেঙে মনোনয়ন পত্র জমা দিতে চেয়েছিল বিজেপির কর্মীরা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরে বিজেপি কর্মীরা পুলিশের সাথে তীব্র বাক-বিতন্ডাই জড়িয়ে পরে। গোটা এলাকা মুর্হূতের মধ্যে যুদ্ধক্ষেত্রের আকার নেয়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযোগ, এদিন প্রথমে বিজেপি কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইঁট, বোমা ছোড়ে। এরপরই গোটা এলাকায় পুলিশি নজরদাড়ি বাড়ানো হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি শুরু হয়। এই তল্লাশির সময়েই বিজেপি-র নলহাটি কার্যালয় থেকে ১৭ টি তাজা বোমা, লাঠিসোটা ইত্যাদি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অনেক আগেই কার্যত যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন যে, শাসকদল আক্রমণ করলে বিজেপি যে হাত গুটিয়ে বসে থাকবে না। মারের বদলা মার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!