এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদল ও জমি আন্দোলনকারীদের বোমাবাজিতে রণক্ষেত্র ভাঙড়

শাসকদল ও জমি আন্দোলনকারীদের বোমাবাজিতে রণক্ষেত্র ভাঙড়

বাংলা নববর্ষের প্রাক্কালে অগ্নিগর্ভ ভাঙড়। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাজ্যের শাসকদল ও জমি আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু ক্ষণ বোমাবাজি হয়। ঘটনায় কেউ আহত না হলেও, সম্পত্তির ক্ষতি হয়েছে বেশ। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্থানীয় ক্ষোভকে কাজে লাগিয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে চলেছেন জমি আন্দোলনকারীরা। সেখান থেকেই অশান্তির সূত্রপাত বলে অভিযোগ। তাঁরা যাতে প্রার্থী না দেন তাই গ্রামে ঢুকে আক্রমন চালাচ্ছে শাসকদলের নেতা-কর্মীরা বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধে, সুযোগ পেলেই তৃণমূলকে আক্রমন করা হচ্ছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে জমি আন্দোলনকারীদের তরফে এক স্থানীয় নেতার অভিযোগ, ওরা (তৃণমূল নেতা-কর্মীরা) গ্রামের সাধারণ মানুষকে বাইরে বেরোতে দিচ্ছে না। গ্রামের মুখে বাঁশ, কাঠের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে রেখেছে। যাতে কেউ বাইরে যেতে না পারে, সে জন্যই বোমাবাজি করছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতার দাবি, আমরা যদি মনে করি, তা হলে ওদের উচিত শিক্ষা দিতে পারি। কিন্তু গন্ডগোল যাতে না হয়, আমরা সে দিকেই নজর রাখছি। সবমিলিয়ে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!