এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বনধ রুখতে কড়া রাজ্য, পাল্টা দাওয়াই দিলেন দিলীপ ঘোষ ! জেনে নিন!

বনধ রুখতে কড়া রাজ্য, পাল্টা দাওয়াই দিলেন দিলীপ ঘোষ ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের 108 টি পৌরসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের প্রতিবাদে আজ 12 ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বরাবরই সরকারের পক্ষ থেকে বন্ধ হলেই কড়া পদক্ষেপ নেওয়া হয়। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। রাজ্যের পক্ষ থেকে বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে তাকে কার্যত কেয়ার না করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানে বনধের রাজনীতিকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় করেছিলেন বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। যেখানে নবান্নের পদক্ষেপ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “সরকার তার কাজ করবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 75 থেকে 76 বার বনধ ডেকেছেন। বনধের রাজনীতিকে তিনি জনপ্রিয় করেছিলেন। আজকে বলছেন, বনধ চলবে না। আনিস হত্যা নিয়ে বিরোধীরা পথে নেমেছে। সেই সময় তিনি বলছেন, বনধ বরদাস্ত করবেন না। কিন্তু তিনি হাইওয়ে অবরুদ্ধ করে ক্ষমতায় এসেছিলেন। টাটার কারখানা বন্ধ করতে হাইওয়ে বনধ করে দিয়েছিলেন। আজ আপনি ভালো হয়ে গিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে পাল্টা সরকারকে সচেতন করে দিলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হতেই পারে‌। কিন্তু বিজেপি তাদের অবস্থানে অনড়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!