এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বন্ধ হতে চলেছে গঙ্গাসাগর মেলা! দিলীপ ঘোষের বক্তব্যে চাঞ্চল্য!

বন্ধ হতে চলেছে গঙ্গাসাগর মেলা! দিলীপ ঘোষের বক্তব্যে চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ক্রমশ আতঙ্ক বাড়ছে করোনা ভাইরাস নিয়ে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার পার হয়ে গিয়েছে। আর তার মাঝেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। প্রতিবছর এই মেলায় প্রচুর পুণ্যার্থীদের জনসমাগম হয়। স্বাভাবিক ভাবেই এই মেলা যদি এখন শুরু হয়, তাহলে সংক্রমিত হতে শুরু করলে প্রচুর মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবেন। আর তখন পরিস্থিতি আয়ত্তে থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আর তার মাঝেই এবার এই গঙ্গাসাগর মেলা বন্ধ করা নিয়ে দাবি তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “করোনা ক্রমশ বাড়তে শুরু করেছে। গত বছর এই কারণে কুম্ভমেলা স্থগিত করে দেওয়া হয়েছিল। একবার যদি গঙ্গাসাগর মেলায় কেউ একজন সংক্রমিত হয়ে যান, তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তখন আর কিছু সামলানো যাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ একদিক থেকে ঠিক কথাই বলেছেন। যদি একবার এই গঙ্গাসাগর মেলায় ব্যাপক জনসমাগম হওয়ার কারণে একটি মানুষও আক্রান্ত হন, তাহলে কিন্তু পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যেতে পারে। তখন আর কোনোমতেই হাজার বিধি নিষেধ করে শত শত মানুষকে করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে আটকানো যাবে না। তাই আগেভাগেই এই ব্যাপারে মেলা স্থগিত রাখার দাবি তুললেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!