এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বঙ্গের দুইদিকে বর্ষার দুইরকম চিত্র, আতঙ্ক জাগাচ্ছে উত্তরবঙ্গ

বঙ্গের দুইদিকে বর্ষার দুইরকম চিত্র, আতঙ্ক জাগাচ্ছে উত্তরবঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গরম যেন আর কাটতেই চাইছে না দক্ষিণবঙ্গের বুক থেকে। বর্ষা এসে গেছে বহুদিন আগেই। কিন্তু তা সত্বেও ভ্যাপসা গরমের হাত থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গবাসীর বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু বর্ষা ভালোই খেল দেখাচ্ছে। আর তাই নিয়ে এবার রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। কারণ আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রবল বর্ষার কারণে এবার উত্তরবঙ্গের পাহাড়ে নামতে চলেছে ধ্বস। ফলে জনজীবন বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা প্রবল।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আকাশ কালো করে মাঝে মাঝে তুমুল বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটার যেন আর নাম নিচ্ছে না। এই অবস্থায় আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমী অক্ষরেখা প্রবল সক্রিয় এবং ধীরে ধীরে এই অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে যাবে। হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখা স্থায়ী হবে বলে জানা গেছে। ফলস্বরূপ, আগামী কয়েক দিন ধরে উত্তরবঙ্গ জেলাজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কয়েকটি জায়গা জুড়ে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এও 200 মিলিমিটার এর ওপর বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তার সাথে সাথেই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় প্রবল হচ্ছে ধ্বস নামার সম্ভাবনা। এদিকে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ ও কলকাতাবাসীদের ভাগ্যে পড়েছে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়াবিদদের কথায় জানা গেছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরমের পরিস্থিতি এখনো চলবে দক্ষিণবঙ্গ জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 70 থেকে 91 শতাংশ ছিল বলে জানা গেছে। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে 3.8 মিলিমিটার। তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। আগামী কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে। আবহাওয়াবিদদের দাবি, মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। যার ফলে দক্ষিণ বঙ্গের জেলাগুলি ভুগছে আদ্রতাজনিত সমস্যায়।

তবে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজলেও গরমের হাত থেকে যে এই মুহূর্তে মুক্তি নেই সে কথা পরিষ্কার করে দিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে রাজ্যজুড়ে এমনিতেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তার ওপরে নতুন করে উত্তরবঙ্গ জুড়ে ভয়াল বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে বন্যা এবং ধ্বসের আতঙ্ক। এই পরিস্থিতি সামাল দিতে যে আবার নতুন করে রাজ্য প্রশাসনকে কোমর বেঁধে নামতে হবে সে কথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছে সবাই। তবে নতুন করে ধ্বস, বন্যা পরিস্থিতি সাধারণ মানুষের জীবন যে বিপন্ন করে তুলবে, সে ব্যাপারে নিঃসন্দেহ প্রশাসন। আপাতত প্রশাসন পরিস্থিতি আয়ত্তে আনতে কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!