এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বঙ্গ ব্রিগেডের উপর কি ভরসা হারাচ্ছে সিপিএম? নয়া পদক্ষেপে জল্পনা!

বঙ্গ ব্রিগেডের উপর কি ভরসা হারাচ্ছে সিপিএম? নয়া পদক্ষেপে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে ভয়াবহ বিপর্যয় হওয়ার পর সিপিএমের বাংলার নেতাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে দলের অন্দরে। এক্ষেত্রে নিজেদের ভুল ত্রুটিকে মেনে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা শোনা গিয়েছে বামেদের গলায়। কিন্তু 2011 সালে রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর যেভাবে ধীরে ধীরে তলানিতে ঠেকেছে বামেদের সংগঠন এবং 2021 এ যেভাবে তারা শূন্য হয়ে গিয়েছে, তাতে বাংলার নেতাদের উপর আর কি ভরসা রাখতে পারছে না সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব? ইতিমধ্যেই সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে একটি পদক্ষেপ গ্রহণ করা হলে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

জানা গিয়েছে, সিপিএমের রাজ্য দপ্তরে যখন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, তখন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর্যালোচনা করে ওয়েবসাইটে বিস্তারিত বিষয় আপলোড করা হয়েছে। যার ফলে একাংশ বলছেন, রাজ্যের নেতাদের ওপর ভরসা না রেখে এখন নিজেদের মতো করেই হয়ত বা সংগঠনকে মজবুত করার পথে হাঁটতে পারে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব। এক্ষেত্রে এই পর্যালোচনা রিপোর্ট ওয়েবসাইটে নিজেদের পক্ষ থেকে প্রকাশ করে হয়ত বা সেই সূচনাই করতে চাইল কেন্দ্রীয় কমিটি বলে দাবি একাংশের।

প্রসঙ্গত উল্লেখ্য, যে কোনো নির্বাচনের পরে পর্যালোচনা করার ক্ষেত্রে সিপিএমের একটি নিয়ম রয়েছে। মূলত ফল প্রকাশের পরে পলিটব্যুরোর বৈঠকে বিভিন্ন রাজ্য ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তা রাজ্যে পৌঁছে দেওয়া হয়। এমনকি রাজ্যের পক্ষ থেকে আরও একটি পর্যালোচনা করে তা পাঠিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় কমিটিতে। আর তারপরেই সকলের মতামত নিয়ে সেই পর্যালোচনা রিপোর্ট চূড়ান্ত করা হয়। কিন্তু এবার কার্যত সেই রকম কোনো পদ্ধতি অবলম্বন না করে সরাসরি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা রিপোর্ট পেশ করার কারণে অনেকের মনেই গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কি আর বাংলার নেতাদের ওপর ভরসা নেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যে পদ্ধতিতে বাংলা সহ একাধিক রাজ্যের সংগঠন চলছে, তাতে আগামী দিনে যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে 2024 এর লোকসভা নির্বাচনের আগে কোনোভাবেই সংগঠনকে চাঙ্গা করতে পারবে না সিপিএমের কেন্দ্রীয় কমিটি। ইতিমধ্যেই হয়ত তারা সেই বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছে। আর সেই কারণেই সরাসরি নিজেরা পর্যালোচনা রিপোর্ট ওয়েবসাইটে পেশ করে দিয়ে এবার ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের সংগঠনকে চাঙ্গা করার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আর এই বিষয়টি যদি সত্যি হয় তাহলে রাজ্যের নেতাদের ক্ষমতা অনেকটাই খর্ব হতে পারে বলে মনে করা হচ্ছে।

অনেকে আবার গোটা বিষয়টিকে স্বাগত জানাতে শুরু করেছেন। তাদের দাবি, দলের রাজ্য নেতৃত্ব কোনোভাবেই সংগঠনকে চাঙ্গা করতে পদক্ষেপ গ্রহণ করছে না। বারবার মুখে বলা হচ্ছে, নতুন করে ঢেলে সাজানো হবে সংগঠনকে। কিন্তু কোনোকালেই সংগঠন ঢেলে সাজানোর চেষ্টা গ্রহণ করতে দেখা যাচ্ছে না রাজ্যের নেতাদের। যার ফলে বৃদ্ধতন্ত্র এবং নিষ্ক্রিয় মুখদের সংগঠনে রাখার কারণে সাংগঠনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং ফলাফল খারাপ হচ্ছে।

তাই এমনটা চলতে থাকলে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তবে একাংশের মতে, কোনোভাবেই দলের পরিকাঠামোকে ভেঙে ফেলা উচিত নয়। এক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব যেভাবে নিজেদের মত করে ওয়েবসাইটে পর্যালোচনা আপলোড করেছে, তা মেনে নিতে পারছেন না একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!