এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল – আবারো পদ পেতে চলেছেন একগুচ্ছ নেতা? শুরু নতুন প্রতিযোগিতা?

বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল – আবারো পদ পেতে চলেছেন একগুচ্ছ নেতা? শুরু নতুন প্রতিযোগিতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। আর সেই উদ্দেশ্যে রাজ্য গেরুয়া শিবিরের সংগঠনকে আরও জোরদার করতে করা হয়েছে বিভিন্ন পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরেই সম্প্রতি রাজ্যের নতুন বিজেপি কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটিতে দেখা গেছে প্রচুর নতুন মুখ। কিন্তু এবার বিজেপির অন্দরে শুরু হয়েছে নতুন চাপানউতোর। কারণ এবার রাজ্যের গেরুয়া শিবিরের বিভিন্ন মোর্চার কমিটি গঠন হবে বলে জানা যাচ্ছে এবং সেই মোর্চার কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে বিভিন্ন সমীকরণ।

আরো পড়ুন :- একুশে বাজিমাত করতে প্রধান কান্ডারি সেই মুকুলই, তৃণমূলের ঘর ভাঙতে শাহ-নাড্ডার কি পরিকল্পনা?

অন্যদিকে রাজ্য বিজেপির মোর্চা গঠন নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকের মতে, রাজ্য কমিটিতে যাঁরা জায়গা পায়নি তারাই এবার রাজ্য বিজেপির মোর্চার গঠনের দিকে সাগ্রহে তাকিয়ে আছেন। সূত্রের খবর, রাজ্য বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা এবং ওবিসি মোর্চার মধ্যে ইতিমধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে। মোর্চাগুলিতে কে বা কারা জায়গা পাবেন তাই নিয়ে চলছে জোর জল্পনা। জানা যাচ্ছে, অনেক নেতাই এর আগে রাজ্য কমিটিতে জায়গা পাননি। তাই তারা এবার টিকে থাকতে রাজ্যের মোর্চাকে বেছে নিচ্ছেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে যে সব নেতারা অন্যান্য দল থেকে এসেছেন তাঁরাই মোর্চার অন্দরে নিজেদের দলের লোক ঢোকাতে চাইছেন। আর সেই নিয়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব। যদিও রাজ্য বিজেপি শিবির থেকে এই দ্বন্দ্বকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। অবশ্য জানা গেছে, সম্প্রতি যে রাজ্য কমিটি তৈরি হয়েছে গেরুয়া শিবিরে, সেখানে কেন্দ্রীয় শিবির থেকে বহু নাম প্রস্তাবিত হয়ে এসেছিল। সেই অনুযায়ী করা হয়েছে। কিন্তু রাজ্য মোর্চার মধ্যে যদি কেউ স্বজনপোষণের ব্যাপারটি নিয়ে আসেন, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

আরো পড়ুন :- খেলা সবে শুরু! তৃণমূলের রাঘববোয়ালদের জালে ধরতে এবার বড়সড় পদক্ষেপ অমিত শাহর

এর আগে রাজ্য ও দিল্লির বিজেপি নেতাদের মতানৈক্যের কারণে দীর্ঘ ছয় মাস রাজ্য শিবির এর পূর্ণাঙ্গ কমিটি তৈরি হওয়া আটকে ছিল বলে জানা যাচ্ছে। শেষমেষ গত পয়লা জুন রাজ্য কমিটির আমূল বদল হয়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের বিভিন্ন মোর্চা কমিটি ঘিরে যেভাবে স্বজনপোষণের বিষয়টি মাথাচাড়া দিচ্ছে তা কিন্তু বিজেপি শিবিরের কপালে ভাঁজ ফেলবে অচিরেই। আপাতত গেরুয়া শিবিরের বিভিন্ন মোর্চা কমিটি গঠন ঘিরে আগামী দিনে রাজ্য বিজেপি শিবির নতুন কোন পদক্ষেপ নিচ্ছে কিনা সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!