এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বঙ্গ-বিজেপিতে নতুন ভাবনা, জনভিত্তি আরও মজবুত করতে এবার বিজেপির ‘বুথতীর্থ’ যাত্রা

বঙ্গ-বিজেপিতে নতুন ভাবনা, জনভিত্তি আরও মজবুত করতে এবার বিজেপির ‘বুথতীর্থ’ যাত্রা


এবার পুরুলিয়ার দিকে নজর দিল বঙ্গ বিজেপি শিবির। 2019 এর লোকসভা ভোটের পরেই তৃণমূল কংগ্রেস ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত দিদিকে বল জনসংযোগ কর্মসূচি চালু করে। একই সঙ্গে প্রায় বিজেপিও একটি জনসংযোগ কর্মসূচি চালু করে, চায় পে চরচা নামে। দু’দলই কর্মসূচি নেয় মূলত দলীয় সংগঠনকে আরও জোরদার করার জন্য। এবার বিজেপির পক্ষ থেকে আরেকটি নতুন কর্মসূচি নেওয়া হল জনসংযোগের উদ্যোগে। কর্মসূচির নাম বুথতীর্থ যাত্রা।

এবার পুরুলিয়ায় বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বঙ্গ বিজেপি শিবির থেকে চালু হতে চলেছে বুথতীর্থ যাত্রা। লোকসভা ভোটের পর পুরুলিয়ার হাওয়া কোনদিকে তা বোঝার জন্যই মূলত এই দলীয় কর্মসূচি।এই বুথতীর্থ যাত্রা হল বিজেপির একটি জনসংযোগ কর্মসূচি। তাঁরা এলাকায় গিয়ে প্রতিটি বুথে সেখানকার জনগণের কাছে এলাকার উন্নয়ন নিয়ে নানান প্রশ্ন করে জানতে চাইবেন, তাদের মনোভাব।

মূলকথা, এলাকার উন্নয়ন নিয়ে মানুষের মন বোঝাই তাঁদের লক্ষ্য। বুথতীর্থ কর্মসূচীতে যে সমস্যাগুলো ধরা পড়বে সেগুলো তাঁরা পঞ্চায়েত স্তরে তুলে ধরবেন এবং দ্রুত সমস্যার সমাধান করবেন। তবে যে পঞ্চায়েত গুলিতে একমাত্র বিজেপির অধিকার আছে সেখানে হয়তো এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে। কিন্তু যেখানে পঞ্চায়েত বিজেপির হাতে নেই, সেখানে তাঁরা আন্দোলনে নামবে বলে জানিয়েছেন। যদি আন্দোলনে ফল না মেলে তাহলে শাসক সরকারের বিরুদ্ধে তাঁরা সোশ্যাল সাইটগুলোকে হাতিয়ার বানাবে বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরুলিয়া দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর কাছ থেকে জানা গেছে, এই বুথতীর্থ যাত্রা পুরুলিয়াতে আগামী নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে। ডিসেম্বরের মধ্যে তাঁরা সমস্ত নির্বাচন বুথগুলিতে পৌঁছাবেন বলে বার্তা দিয়েছেন।

এই বুথতীর্থ কর্মসূচিতে দলের স্থানীয় নেতাদের সঙ্গে কর্মীরাও থাকবেন। এবং একজন করে মন্ডল স্তরের নেতা থাকবেন। বুথতীর্থ কর্মসূচিতে মূলত বিজেপি চেষ্টা করবে, সেখানকার সমস্যাগুলি যাচাই করে নিজেদের জমিকে আরও মজবুত করার। তবে বিজেপি সূত্রে জানা গেছে, তাঁরা নিজেদের সংগঠন মজবুত করার সাথে সাথে হিন্দুত্ববাদের প্রচার চালিয়ে যাবে।

তবে পুরুলিয়া জেলার সাফল্যের সাথে রাজ্যের অন্যান্য জেলাতেও যে বিজেপির এই বুথতীর্থ কর্মসূচি চালু হতে পারে, সে কথা মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ মনে করেই বিজেপি একের পর এক দলীয় কর্মসূচি নিয়ে চলেছে বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপাতত সমগ্র রাজনৈতিক মহলের নজর থাকবে, 2021 এর প্রেস্টিজ সাইটে বিজেপি তাঁদের হিন্দুত্ববাদ দিয়ে পশ্চিমবঙ্গের জমিকে অধিকার করতে পারে কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!