এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঙ্গ বিজেপিতে নয়া ‘টুইস্ট’? দিলীপ-মুকুলের নতুন সমীকরণ? ক্রমশ জল্পনা বাড়ছে গেরুয়া শিবিরে

বঙ্গ বিজেপিতে নয়া ‘টুইস্ট’? দিলীপ-মুকুলের নতুন সমীকরণ? ক্রমশ জল্পনা বাড়ছে গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে গেরুয়া শিবিরে ইদানিং জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পাঁচদিনব্যাপী বৈঠকে যোগ দিয়েছিলেন বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতারা। একদিকে যেমন ছিলেন মুকুল রায়, তেমন অন্যদিকে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে প্রস্তুতি বৈঠকের প্রথমেই তাল কাটে যখন এক দিনের মধ্যে মুকুল রায় ফিরে আসেন কলকাতায় এবং তখন থেকেই রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়, তাহলে কি মুকুল দিলিপের দ্বৈরথে মুকুল রণে ভঙ্গ দিলেন?

আর এর সাথেই আবারও একবার তীব্র আকার ধারণ করে মুকুলের তৃণমূল শিবিরে ফিরে আসার জল্পনা। যদিও বর্তমান বিজেপি নেতা মুকুল রায় এই ধরনের জল্পনাকে প্রশ্রয় দিতে মোটেই রাজি ছিলেন না। তাই ফিরে আসার সাথে সাথেই তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, বিজেপিতে তিনি ছিলেন এবং ভবিষ্যতেও বিজেপিতেই তিনি থাকবেন। তবে মুকুল দিলীপের দ্বন্দ কিন্তু আজকের নয়, বহুদিন ধরেই বঙ্গ বিজেপি শিবিরে তা চলছে।

তবে প্রস্তুতি বৈঠকের পর এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মৈত্রীর বার্তা দিলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন, মুকুল রায়কে নিয়ে তাঁর কোনদিনই কোনরকম সন্দেহ ছিলনা। বরং যাঁরা সন্দেহ করেছেন মুকুল রায় তৃণমূলে ফিরে যেতে চলেছেন, তাঁদের সন্দেহ অমূলক। এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য থেকে স্পষ্ট, বাংলায় বিজেপিকে চলতে গেলে মুকুল রায়ের সাহায্য নিয়েই চলতে হবে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মুকুল রায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পরেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপি শিবিরে চাপ দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লি থেকে মুকুল চলে আসার পর অবশ্য রাজ্য বিজেপি সভাপতি সেসময় বেশ তির্যক মন্তব্য করেছিলেন। কিন্তু কলকাতা ফিরে তিনি রীতিমতো সুর বদল করেছেন। শুধু তাই নয়, মুকুল রায় তৃণমূলে যেতে পারেন এ ধরনের জল্পনা যে সংবাদমাধ্যমের তৈরি সে কথাও স্পষ্ট করে বলে দিলেন তিনি। তবে এবার মনে করা হচ্ছে, 2021 এর বিধানসভা নির্বাচনে মুকুল রায় যে অপরিহার্য বিজেপি সঙ্গী হিসেবে পরিগণিত হলেন তা এবার কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই স্পষ্ট।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মুকুল রায় বিজেপিতে তাঁর অবস্থান স্পষ্ট করার সাথে সাথে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও মৈত্রীর বার্তা দিলেন। এবং এই বার্তা যে তৃণমূল শিবিরের ওপর কিছুটা চাপ সৃষ্টি করার জন্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, এর আগেও দিলীপ মুকুল দুজনেই স্বীকার করেছিলেন তাদের মধ্যে কোন দ্বৈরথ নেই। কিন্তু সময়ের সাথে আবারও দূরত্ব ফিরে এসেছিল। তাই এবারও দেখার কতদিন পর্যন্ত এই রাজনৈতিক বন্ধুত্ব টিকে থাকে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!