এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বঙ্গ সফরে দলকে উজ্জীবিত করতে সক্ষম হবেন অমিত শাহ! সংশয়ে গেরুয়া শিবির!

বঙ্গ সফরে দলকে উজ্জীবিত করতে সক্ষম হবেন অমিত শাহ! সংশয়ে গেরুয়া শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহরা। কিন্তু রাজ্য বিজেপিকে সাফল্য পাইয়ে দিতে পারেননি তারা। তারপর আর সেভাবে বিজেপির এই কেন্দ্রীয় স্তরের হাইপ্রোফাইল নেতাদের বাংলায় আসতে দেখা যায়নি। তবে রাজ্য বিজেপির নেতারা বারবার চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মীদের চাঙ্গা করতে অমিত শাহ একবার রাজ্যে আসুন।

অবশেষে বুধবার রাজ্যে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি রাজ্যে আসলেও সেভাবে কি রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে পারবেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে সংশয়। কারণ সেভাবে দলীয় স্তরে তেমন কোনো কর্মসূচি করছেন না অমিত শাহ। আর তার ফলেই তার এই সফর নিয়ে রাজ্য বিজেপি কতটা লাভবান হবে, তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, বুধবার অমিত শাহ রাজ্যে আসছেন। আর তারপরেই সুন্দরবন থেকে শুরু করে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তার। পরবর্তীতে কলকাতায় এসে দলের জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করবেন তিনি। তবে এই সমস্ত কর্মসূচির মধ্যে বেশিরভাগটাই সরকারি কর্মসূচি বলে খবর। সেদিক থেকে দলীয় স্তরে দুই একটি বৈঠক ছাড়া আর তেমন কোনো কর্মসূচি নেই অমিত শাহের।

আর তার ফলেই হতাশ রাজ্য বিজেপির একাংশ।কর্মীদের মধ্যেও এই ব্যাপারে হতাশা লক্ষ্য করা যাচ্ছে। একাংশের দাবি, এতদিন পর অমিত শাহ রাজ্যে আসছেন। রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তাই এই পরিস্থিতিতে দলকে চাঙ্গা করা তার প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!