এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঙ্গভঙ্গের দাবী ঘিরে গেরুয়া শিবিরেই বাড়ছে বিতর্ক, বিপাকে বিজেপি নেতৃত্ব

বঙ্গভঙ্গের দাবী ঘিরে গেরুয়া শিবিরেই বাড়ছে বিতর্ক, বিপাকে বিজেপি নেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বঙ্গভঙ্গ আন্দোলন যেমন রাজ্য রাজনীতিতে ব্যাপক ঝড় তুলেছে, ঠিক সেরকমই গেরুয়া শিবিরের অন্দরেও তীব্র আলোড়ন তৈরি করেছে। সম্প্রতি আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা উত্তরবঙ্গ বিভাজনের দাবি করেন। আর তারপরেই বিজেপি সাংসদ জন বার্লার সুরে সুর মিলিয়ে রাঢ়বঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি এই দুই সাংসদের দাবি ঘিরে শুরু হয় রাজ্য জুড়ে ব্যাপক সমালোচনা। বিজেপির অন্দরেও এই দাবি নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, দুই সাংসদ তাঁদের নিজেদের কথা বলেছেন। এর সাথে দলের কোনো যোগ নেই।

ইতিমধ্যেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকেই সৌমিত্র খাঁ এবং জন বার্লাকে যথেষ্ট সতর্ক করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই দুই সাংসদের দাবি ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে ক্রমাগত বেড়ে চলেছে অন্তর্কলহ। সেই সূত্রেই মনে করা হচ্ছে, এবার দুই সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে পারেন রাজ্য বিজেপির একাংশ দলের কার্যকারিণী বৈঠকে। প্রসঙ্গত বিজেপির একাংশের দাবি, বঙ্গভঙ্গের দাবি তুলে এককথায় দুই সাংসদ প্রতিপক্ষের হাতে অস্ত্র তুলে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। প্রসঙ্গত, বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিজেপিকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং বাম নেতৃত্ব তুলোধোনা করতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি নজরে রেখে বিজেপি নেতাদের একাংশের মতে, যত তাড়াতাড়ি সম্ভব যদি দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বিবৃতি দিয়ে জানায় বাংলা ভাগের দাবিকে বিজেপি সমর্থন করেনা তাহলে হয়ত পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া যেতে পারে। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে দিল্লিতে ডেকে তাঁকে সতর্ক করেছেন। রাজ্য বিজেপি নেতাদের একাংশের দাবি, বঙ্গভঙ্গের দাবি তুলে দুই বিজেপি সাংসদ গেরুয়া শিবিরকে চূড়ান্ত অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে। অন্যদিকে, আবার গেরুয়া শিবিরের অন্য অংশ মনে করছেন, বঙ্গভঙ্গের ইস্যুকে হাতিয়ার করে 2024 এ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ক্ষমতা বাড়াতে চাইছে বিজেপি।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে- চিন্তাভাবনা যাই হোক না কেন, তা যে বাংলার মানুষ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি, তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। একই সাথে ভোট বিপর্যয়ের পরে রাজ্য বিজেপির টালমাটাল অবস্থা সামাল না দিয়েই আরো একবার গেরুয়া শিবিরকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে বঙ্গভঙ্গের দাবি তুলে। ইতিমধ্যেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ছেন অনেকেই। আপাতত গেরুয়া শিবিরের কার্যকারিণী বৈঠকে দুই সাংসদকে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের। পাশাপাশি এই পরিস্থিতি সামাল দতে বিজেপি নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!