এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বঙ্গভঙ্গ দাবী নিয়ে ক্রমাগত বাগবিতণ্ডা বাড়ছে তৃণমূল ও বিজেপির, একইসাথে বাড়ছে বিতর্ক

বঙ্গভঙ্গ দাবী নিয়ে ক্রমাগত বাগবিতণ্ডা বাড়ছে তৃণমূল ও বিজেপির, একইসাথে বাড়ছে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন যাবৎ রাজ্য রাজনীতিতে উথালপাথাল চলছে বঙ্গভঙ্গের দাবি নিয়ে। প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জানান। আর এবার তারই সুরে সুর মিলিয়ে রাঢ়বঙ্গকেো আলাদা রাজ্যে ভাগ করার দাবি জানিয়েছেন বিষ্ণুপুর কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ রাঢ় বঙ্গের ছেলেমেয়ারা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জঙ্গলমহলেও মানুষ কোনো সুবিধা পাচ্ছেনা। যথারীতি এই দুই সাংসদের দাবি ঘিরে ইতিমধ্যেই বাকবিতণ্ডা তুঙ্গে উঠেছে তৃণমূল এবং বিজেপির। অন্যদিকে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার দাবীর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আর এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো তৃণমূলের পক্ষ থেকে। প্রসঙ্গত তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বঙ্গভঙ্গের দাবি ঘিরে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। তাই আগেভাগেই আইনত ব্যবস্থা গ্রহণ করা হলো। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁ পাল্টা জানিয়েছেন, তিনি কোনো অবস্থাতেই এতে ভয় পাবেন না। বরং তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবেন বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে তাঁর অভিযোগ তিনি যেহেতু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলে নির্বাচনের সময় আক্রমণ করেছিলেন, তাই এবার সৌমিত্র খাঁ  মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করবেন। অন্যদিকে সৌমিত্র খাঁ এর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন। সোশ্যাল মিডিয়াতেও সৌমিত্র খাঁ এর মন্তব্যের পর বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। তবে রাজ্য বিজেপি নেতৃত্ব বঙ্গভঙ্গের আবেদনকে ব্যক্তিগত দাবি বলে এই ব্যাপারে ঢুকতে চায়নি। তবে এই ঘটনা যে বিজেপি নেতৃত্বকে তীব্র অস্বস্তির মুখে দাঁড় করাচ্ছে বাংলায়, সে কথা একবাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে জানা যাচ্ছে, রাজ্যের বর্তমান দুই বিতর্কিত সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেতলব করা হতে পারে। সব মিলিয়ে রাজ্যজুড়ে ইংরেজ আমলের পর আবারো একবার বঙ্গভঙ্গ প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আপাতত বিজেপির দুই সাংসদের দাবি যে রাজনৈতিক মহলে ঝড় তুলেছে, তা বলাইবাহুল্য। আপাতত বঙ্গভঙ্গ সংক্রান্ত বিতর্কিত ঘটনার মোড় কোন দিকে নেয়, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!