এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বঙ্গ বিজেপিতে বড় ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট! ক্ষমতা দখলে উচ্ছ্বসিত ঘাসফুল!

বঙ্গ বিজেপিতে বড় ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট! ক্ষমতা দখলে উচ্ছ্বসিত ঘাসফুল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি এই বাংলায় লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল করার পর থেকেই দিকে দিকে তৈরি হয়েছে সন্ত্রাসের আবহ। শুধু তাই নয়, বিজেপির দখলে থাকা পঞ্চায়েত গুলিতেও থাবা বসাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কোচবিহার জেলায় একাধিক পঞ্চায়েত দখল করে নিয়েছে তৃণমূল। আর এবার দক্ষিণবঙ্গে বীরভূমের সিউড়ির করিধ্যা গ্রাম পঞ্চায়েতও এলো তৃণমূলের দখলে।

সূত্রের খবর, বিজেপির দখলে থাকা করিধ্যা গ্রাম পঞ্চায়েতে এদিন উপ প্রধান সহ বেশ কিছু সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেন‌। যার ফলে বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ানো ১০ এবং অন্যদিকে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো ৭ টিতে। একাংশ বলছেন, লোকসভায় বিজেপি এবার কাঙ্খিত ফলাফল না করতে পারার জন্য নীচু তলায় ভাঙন ধরতে শুরু করেছে। আর সেই কারণেই একের পর এক পঞ্চায়েত দখল করছে তৃণমূল কংগ্রেস‌ তাই এখনই যদি বঙ্গ বিজেপি, এটাকে সামাল দিতে না পারে, তাহলে পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!