এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘ বঙ্গ রাজনীতিতে স্বাগত তথাগত রায়।’ ফেস্টুনে স্বাগত জানানো হয় প্রাক্তন রাজ্যপালকে

‘ বঙ্গ রাজনীতিতে স্বাগত তথাগত রায়।’ ফেস্টুনে স্বাগত জানানো হয় প্রাক্তন রাজ্যপালকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তথাগত রায় নামটি বাংলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম বলা যেতেই পারে। এক সময় তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, পরবর্তী সময়ে তিনি প্রথমে ত্রিপুরা এরপর মেঘালয় রাজ্যের রাজ্যপাল ছিলেন। একজন হিন্দুত্ববাদী রাজনীতিবিদ হিসেবেও তার যথেষ্ট পরিচিতি আছে।

সেই সঙ্গে তিনি একাধিক রাজনীতি বিষয়ক গ্রন্থ প্রণেতা ও একজন বিখ্যাত বিখ্যাত বক্তা। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, রাজ্যপাল পদে থাকার কারণেই তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছেন না, কিন্তু রাজ্যপাল পদ থেকে অব্যাহতি লাভ এরপরই তিনি পুনরায় প্রত্যক্ষ রাজনীতিতে পদার্পণ করবেন তার এই বক্তব্যের পর জড়িয়েছিল জল্পনা ছড়িয়েছিল।

গতকাল রবিবার বিকেলে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি লাভের পর কলকাতায় ফিরে এলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এদিন তাকে ফুলমালা দিয়ে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দর উপস্থিত ছিলেন বিজেপির বেশ কিছু নেতাকর্মী তথা সদস্যবৃন্দ। রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অমিতাভ রায় গতকাল বিমানবন্দর উপস্থিত ছিলেন। এছাড়াও বিমানবন্দরে ৩০০, ৪০০ জন বিজেপি কর্মীর উপস্থিতি ছিল। কাল অনেকেই এসেছিলেন ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে। যেখানে লেখা ছিল ‘বঙ্গ রাজনীতিতে স্বাগত তথাগত রায় ‘ ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত দু’দিন আগেই প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় জানিয়েছিলেন যে, হিন্দুদের ন্যায়বিচার দেবার উদ্দেশ্যেই তিনি পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা বহুকাল ধরে অন্যায়ের শিকার হয়ে আসছেন। আজ তথাগত রায় জানালেন যে, আগামী দু-তিন দিনের মধ্যেই তিনি বাংলা রাজনীতিতে সক্রিয় ভাবে পদার্পণ করতে চলেছেন।

এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ও বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে ইতিমধ্যেই তার কথা হয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, প্রত্যেকেই তাকে বিজেপি দলের স্বাগত জানিয়েছেন। তথাগত বাবু জানান যে, আগামী দু-একদিনের মধ্যেই তিনি বিজেপির শীর্স্থানীয়দের সঙ্গে দেখা করতে চলেছেন।

প্রসঙ্গত গতকাল বিমানবন্দরে যারা তথাগত বাবুকে স্বাগত জানাতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ, এমনটাই বিজেপি সূত্রের খবর।  রাজ্য দলের সকলেই তাকে স্বাগত জানাবেন বলে যথেষ্ট আশাবাদী প্রাক্তন রাজ্যপাল। প্রাক্তন রাজ্যপাল কে যখন সাংবাদিকদের তরফ প্রশ্ন করা হয়েছিল রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব তথা বিভাজন বিষয়ে তার উত্তরে তিনি বলেছেন, ” যে কোনও গণতান্ত্রিকভাবে পরিচালিত দলেই বিভাজন হতে বাধ্য। এই বিতর্ক ছাড়া দলে গণতন্ত্র থাকবে না।”

প্রসঙ্গত কিছুদিন আগেই প্রাক্তন রাজ্যপাল জানিয়েছিলেন রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতাই হতে চলেছে তার প্রধান কর্তব্য। আজ আবার তিনি তৃণমূলকে কটাক্ষ করলেন বললেন, ” বিজেপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে বলেই আমরা বিতর্কের মধ্যে ঠিক করি কে একটা জায়গায় যাবে। তার জন্য আমরা রক্তপাত করি না।”

সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা কতটা? তার উত্তরে তিনি বলেছেন, ” আগামিদিনে বাংলায় বিজেপির ভবিষ্যত্‍ উজ্জ্বল।” বিজেপির বাংলা জয় সম্পর্কে আশাবাদী প্রাক্তন রাজ্যপালের দাবি,  ” ২০২১-এ বাংলা থেকে তৃণমূলকে উত্‍খাত করে সরকার গড়বে বিজেপি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!