এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অমিত শাহের বঙ্গসফর বাতিল হলেও, এবার নয়া ধামাকা দিতে চলেছে গেরুয়া শিবির? মিলল বড়সড় ইঙ্গিত

অমিত শাহের বঙ্গসফর বাতিল হলেও, এবার নয়া ধামাকা দিতে চলেছে গেরুয়া শিবির? মিলল বড়সড় ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা ছিল পুজোর আগেই রাজ্যে আসবেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আপাতত যে অমিত শাহ রাজ্যে আসছেন না এবং তার এই সফর যে বাতিল হয়েছে, এবার তা জানিয়ে দিল রাজ্য বিজেপি। বলা বাহুল্য, 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই সেই সফরের অন্যতম অঙ্গ হিসেবে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসবেন বলে সমস্ত কিছু ঠিকঠাক ছিল।

কথা ছিল, আগামী 17 অক্টোবর তিনি শিলিগুড়ি সফর করবেন। যার জেরে কার্যত উজ্জীবিত হয়ে পড়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। শিলিগুড়ি সফরে এসে অমিত শাহ গেরুয়া শিবিরের অস্বস্তি ক্রমশ বাড়িয়ে দেবেন বলেই মনে করা হয়েছিল। প্রস্তাবিত নির্ঘন্টের তিনদিন আগে অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বাংলায় আসছেন না অমিত শাহ‌। তবে এই কর্মসূচি কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে। আগামী 19 অক্টোবর এই বৈঠক হতে চলেছে। যেখানে আসছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

কিন্তু কেন হঠাৎ অমিত শাহ এই সফর বাতিল করলেন? কেন তিনি বাংলায় আসার জন্য সমস্ত সিদ্ধান্ত ঠিক হয়ে গেলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল? জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণেই অমিত শাহ এই সফর বাতিল করলেন। কিন্তু এভাবেই যদি অমিত শাহর আসার খবর পেয়ে বঙ্গ বিজেপি নেতাকর্মীরা উজ্জীবিত হওয়ার সাথে সাথেই তা বাতিল হয়ে যায়, তাহলে তো বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই মুষড়ে পড়বে বাংলার বিজেপি কর্মীরা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “কর্মসূচির কোনো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের সব জেলার বিজেপি নেতৃত্ব এবং উত্তরবঙ্গ থেকে রাজ্য কমিটি ও উচ্চ কমিটিতে থাকা নেতাদের নিয়ে বৈঠক হবে। শুধু তারিখটা দুদিন পিছিয়ে গিয়েছে। আর অমিতজির বদলে নাড্ডাজি আসছেন।” বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহের শিলিগুড়ি আসার গুঞ্জন তৈরি হতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

সেই সফরে তৃণমূলের অনেক একাধিক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অমিত শাহ তার সফর বাতিল করেছিলেন। যার ফলে অনেকেই মনে করছেন, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে। কেননা এত বড় সুযোগ হাতছাড়া করার পক্ষে নন। তার মাঝে এমন কোনো সমীকরণ হয়ত বা তৈরি হয়েছে, তাই তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে দাবি সমালোচকদের।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির কাছে অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আশা করে থাকলেও অমিত শাহ তার বঙ্গ সফর বাতিল করে দিলেন। যার ফলে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব সহ গোটা রাজ্যের বিজেপি নেতারা উদ্দীপনা নিয়ে প্রহর গুনলেও মুহূর্তের মধ্যে ভেস্তে গেল। আর এর ফলে বিজেপির নেতা কর্মীরা অনেকটাই হতাশ হয়ে পড়বেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অমিত শাহ সফরে না আসলেও বিজেপির সর্বভারতীয় সভাপতি এই সফরে আসছেন। তাই তার সফরকালে তিনি আগামী বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!