বোনকে জেতাতে দৃঢ় সংকল্প দাদার, মনোনয়ন জমা দেওয়ার পরেই কি বললেন রাহুল গান্ধী! কংগ্রেস জাতীয় রাজনীতি October 23, 2024October 23, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ সমস্ত জল্পনাকে দূরীভূত করে ভোটের ময়দানে নেমে পড়লেন গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের ওয়েনাড কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। আর তারপরেই একটি সভা থেকে বোনকে নিয়ে বড় মন্তব্য করলেন দাদা রাহুল গান্ধী। প্রসঙ্গত, এদিন ওয়েনাড কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। আর তারপরেই একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে বোনের প্রতি সাধারন মানুষকে বিশ্বাস রাখার বার্তা দেন তিনি। কংগ্রেসের লোকসভার দলনেতা রাহুল গান্ধী বলেন, “বাবা মারা যাওয়ার পর বোন মায়ের দেখভাল করেছে। ও কঠিন সময় শক্ত হাতে রাশ ধরে ছিল। পরিবারের জন্য ও সবকিছু বিসর্জন দিতে পারে। আপনাদের এত কিছু বলছি, কারণ, ও এই এলাকার মানুষকে নিজের পরিবার মনে করে। আপনাদের কাছে অনুরোধ, আমার বোনকে দয়া করে দেখবেন। আমি জানি, ও মানুষের জন্য নিজেকে উজাড় করে দেবে। আমি এখানে আসব, আপনাদের হয়ে কাজ করব।” আপনার মতামত জানান -